শিরোনাম :- ঋণ পরিশোধেকলমে ::- লক্ষ্মীকান্ত দাস২৫.০৯.২০২০-----------------------------/হৃদয়ের ঋণ পরিশোধে আমার অব্যক্ত কথাগুলো ,তোমারই মুখ চেয়ে আজও বসে আছে ।পারলে পারতে তুমি তো কিনতে , অবিক্রিত অন্তত দুচারটে শব্দদের, ঋণগ্রস্ত কবি আ…
শিরোনাম :- ঋণ পরিশোধে
কলমে ::- লক্ষ্মীকান্ত দাস
২৫.০৯.২০২০
-----------------------------/
হৃদয়ের ঋণ পরিশোধে
আমার অব্যক্ত কথাগুলো ,
তোমারই মুখ চেয়ে আজও বসে আছে ।
পারলে পারতে তুমি তো কিনতে , অবিক্রিত অন্তত দুচারটে শব্দদের,
ঋণগ্রস্ত কবি আমি দৈন্যতায় জেরবার ,
আর্তিতে বারবার
সামনে তোমার
ছুটে ছুটে আসি ,
অমোঘ অনটনে ,
দুএকটা কপর্দক ,
পারতে তো ছুড়ে দিতে মহাশূন্যে ,
হয়তো চলে যেত তার কাছে , পাওনা ছিল যার ,
শব্দের অহংকার যাকে রিক্ততা দেয় প্রিয় ,
তার শাপমুক্তি , অসাধ্য শিবের ,
তবু আলোময় বরতনু প্রিয় , অনন্ত তপস্যার কৃচ্ছতাকে তুচ্ছ করে ।
শব্দের অধমর্ন কারণে অকারণে এসে দাঁড়ায় দুয়ারে তোমার ।