Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

কবিতা বিভাগতপনকুমার বন্দ্যোপাধ্যায় ২৫/০৯/২০২০০৮ই আশ্বিন ১৪২৭
ইরেজার
আমার ভিতরে জাগে জীবনানন্দের পঙতিআমারি ভিতর সুধীন দত্তের বলিষ্ঠ উচ্চারণ অথচ দিনেদিনে কেন নেমে যাচ্ছি কালোর গহ্বরে? 
হে ললাটলিখন তোমাকে মুছবো আধুনিক ইরেজারেভিজবো আপাদ…

 


কবিতা বিভাগ

তপনকুমার বন্দ্যোপাধ্যায় 

২৫/০৯/২০২০

০৮ই আশ্বিন ১৪২৭


ইরেজার


আমার ভিতরে জাগে জীবনানন্দের পঙতি

আমারি ভিতর সুধীন দত্তের বলিষ্ঠ উচ্চারণ 

অথচ দিনেদিনে কেন নেমে যাচ্ছি কালোর গহ্বরে? 


হে ললাটলিখন তোমাকে মুছবো আধুনিক ইরেজারে

ভিজবো আপাদমস্তক সমবেত ঢেউ আর ঢেউয়ে 


শুরু হবে কৃষ্ণ -কালী পালাকীর্তন অকুন্ঠ সমর্থনে


কুটিলার কুটিলতা পরাস্ত হবে জীবন আখ্যানে


আলোর আকাশ হোক এই রাজ্যপাট


বিজয়িনী তুমি নাচো ফলিত বিজ্ঞানে...


কপিরাইট তপনকুমার বন্দ্যোপাধ্যায়