Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

বিভাগ --কবিতা 
উপেক্ষিত জীবন মালা সেন দে ২৫।৯।২০২০
মহাভারতে অম্বা এক উপেক্ষিতা নারী চরিত্র , ভাই বিচিত্রবীর্যর বধূ রূপে পেতে অম্বাকে , স্বয়ম্ভর সভা থেকে আনেন নিজ হস্তিনাপুরে । শল্যরাজে অনুরক্ত অম্বা ছিলেন জেনে,  দেবব্রত ফিরিয়ে দিলে…

 



বিভাগ --কবিতা 


উপেক্ষিত জীবন 

মালা সেন দে 

২৫।৯।২০২০


মহাভারতে অম্বা এক উপেক্ষিতা নারী চরিত্র , 

ভাই বিচিত্রবীর্যর বধূ রূপে পেতে অম্বাকে , 

স্বয়ম্ভর সভা থেকে আনেন নিজ হস্তিনাপুরে । 

শল্যরাজে অনুরক্ত অম্বা ছিলেন জেনে,  

দেবব্রত ফিরিয়ে দিলেন নিজ অপরাধ মেনে । 

শল্যরাজে প্রত্যাখাত অম্বা দায়ী করেন যুবরাজ দেবব্রতকে , 

ক্রোধে উন্মত্ত অম্বা শিবের কাছে চাইলেন বর , 

এ জন্ম নয় , পরজন্মে আমি হব ভীষ্মের বিনাশের কারণ । 

পুরাণের এই উপেক্ষিতা ব্যর্থ অম্বার জীবনই 

বয়ে বেড়াচ্ছে কত উত্তরসুরি , 

সভ্যতার জীবন ধারায় তারা উপেক্ষিতা , হয়েছে নির্যাতিতা । 


সৃষ্টিকারি দুই জীবন জন্ম দেয় অপূর্ণ এক দেহ ! 

এই দেহ বয়ে বেড়ায় সারাজীবন , 

পায় না ভালোবাসা , সমাজের চোখে ব্রাত্য । 

 সমাজ ভয়ে , মা বাবা সন্তানকে ঠেলে দেয় অনিশ্চয়তার পথে , 

ছোট্ট শিশুটি ভূমিষ্ঠ হলো কি ছিল তার অপরাধ ? 

গর্ভের প্রতিবন্ধকতাই জন্ম দিল এক বৃহন্নলার । 

সমাজ , সংসার ভালোবাসা থেকে রাখল বঞ্চিত করে , 

বোঝানো হয় পাঁচজনের  সাথে মেশার  নেই কোনো অধিকার । 


নিজেদের সৃষ্ট সৃষ্টিকে কেন লজ্জার আড়ালে রেখে দেওয়া ! 

সৃষ্টির দানকে অবজ্ঞা করে ভাসিয়ে দেয় 

অনিশ্চিত ভবিষ্যতের মাঝে । 

মা বাবা , ভাই বোন ভালোবাসা থেকে , 

একা কাটাতে হয় নিদারুণ কষ্টের জীবন । 

মুক্তির আকাশ খোঁজে অভিশপ্ত এ জীবন ! 

এক আকাশের নীচে তবু আলাদা থাকা । 

আবার উঠে দাঁড়ায় সৃষ্টির প্রথম দান - 

অনুচ্চারিত শব্দে বলে ওঠে , 

" মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে , 

মানবের মাঝে আমি বাঁচিবারে চাহি । "