শিরোনাম :- কবিতা কলমে :- নাসরিন জাহান সিদ্দিকী সময়কাল :- ২১/০৯/২০২০
আমি কবি হতে চাইনি কখনো ভাবনার শব্দ গুচ্ছে ডানা মেলা মুক্ত কবিতা আমি স্মৃতির ঘরে উঁকি দিয়ে যায় ভাবের বাসরে পিদিম জ্বালায় অস্বস্তির হাজার তাড়নায় মৌন হয়ে কলমের…
শিরোনাম :- কবিতা
কলমে :- নাসরিন জাহান সিদ্দিকী
সময়কাল :- ২১/০৯/২০২০
আমি কবি হতে চাইনি কখনো
ভাবনার শব্দ গুচ্ছে ডানা মেলা মুক্ত কবিতা
আমি স্মৃতির ঘরে উঁকি দিয়ে যায়
ভাবের বাসরে পিদিম জ্বালায়
অস্বস্তির হাজার তাড়নায় মৌন হয়ে
কলমের আঁচড় কাটি সাদা ক্যানভাসে ।।
কবিতা আমি ,ভালোবাসায় সলতে গড়ি
প্রেমের রংবেরঙের মিহি সূতায়
বাসনার গর্ভে একটু একটু করে
বেড়ে ওঠা স্বপ্নে মেঘ বালিকা হয়ে
বরুণের আড়বাঁশি শুনে মেতে উঠি ।।
কবিতা আমি ইচ্ছে রঙের বেলুন উড়ায় আকাশপানে
দিগন্ত আলিঙ্গনের পরশ মেখে
ফুটন্ত চির যৌবনা হয়ে মন খারাপের
বন্ধ দুয়ার খুলে আশাবরী জোছনা ছড়ায় ।
আস্বস্তের রুপোলি আলোয় মনোলোভা
আবেশে জড়িয়ে রাখি মন বাসরে ।।
বহরমপুর , মুর্শিদাবাদ