দৈনিক কবিতা প্রতিযোগিতা।শিরোনাম--'প্রতিদিন একটা নতুন জীবনপাই'।কলমে --গোপা রায়।তারিখ--২১/০৯/২০২০
প্রতিটি সকালে এক পূর্ণ রাতের খোলস ভেঙ্গে,শরীর ও মনের আড়ষ্টতা কাটিয়ে আমরা একটা নতুন জীবন পাই।আঁধার আবিষ্টতা থেকে বেরিয়ে আসি-- প…
দৈনিক কবিতা প্রতিযোগিতা।
শিরোনাম--'প্রতিদিন একটা নতুন জীবনপাই'।
কলমে --গোপা রায়।
তারিখ--২১/০৯/২০২০
প্রতিটি সকালে এক পূর্ণ রাতের খোলস ভেঙ্গে,
শরীর ও মনের আড়ষ্টতা কাটিয়ে আমরা একটা নতুন জীবন পাই।
আঁধার আবিষ্টতা থেকে বেরিয়ে আসি--
প্রভাতের স্বাগত কিরণের আভায়।
রাতের যাযাবর স্বপ্নেরা
স্বৈরাচারী হয়ে যে সাম্রাজ্য বিস্তার করেছিল;
আমার অবচেতন মনের কোণায় কোণায়----
দিনের নরম উত্তাপেই কেমন সব উবে যায় কর্পূরের মত।
কখনো ক্ষত বিক্ষত বা কখনো অক্ষত স্মৃতির প্রত্যেঙ্গ রেখে যায়
ছড়িয়ে ছিটিয়ে।
আমি তখন সেগুলোকে কুড়িয়ে কুড়িয়ে কোলাজ করি;
আমার চেতন মনের ফ্রেমে।
কখনো সেগুলোকে দেখি দুঃখের হোয়াংহোতে প্লাবিত,
কখনো বা শ্রাবণের শীতল ধারায় কাব্যময়।
তবুও প্রতিদিন কোলাজ করে যাই;
আমার ছিন্ন অনুভূতি-- অনুরননে।
আর দর্শকের আসনে থাকে--
শুধু আমিত্বের অস্তিত্ব।।
---------------