Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা বিভাগ : কবিতা শিরোনাম: বিভ্রান্তি 
কলমে: পারমিতা চক্রবর্তী ২১/০৯/২০২০#################
এখনও ঠিক জানিনা কোথায় যাব,রোদের গন্ধে ভিজতে থাকি একা। এখনও ঠিক বুঝিনা কি হারাব,সুখ যদি হয় রাতের রঙে আঁকা।সন্ধ্যা আজও নামেই আনম…

 

দৈনিক প্রতিযোগিতা 

বিভাগ : কবিতা 

শিরোনাম: বিভ্রান্তি 


কলমে: পারমিতা চক্রবর্তী 

২১/০৯/২০২০

#################


এখনও ঠিক জানিনা কোথায় যাব,

রোদের গন্ধে ভিজতে থাকি একা। 

এখনও ঠিক বুঝিনা কি হারাব,

সুখ যদি হয় রাতের রঙে আঁকা।

সন্ধ্যা আজও নামেই আনমনে,

আঁকড়ে ধরা সময় বহমান।

মেঘের মিছিল এখন নিয়ন্ত্রণে,

অপেক্ষাতে সোঁদা মাটির ঘ্রাণ।

ঢেউয়ের নীচে অবুঝ বাউন্ডুলে,

অশরীরী স্বপ্ন বোনে জল।

কোথ্থাও কেউ ছিলনা তিন কুলে,

জমাট ছায়া নির্বাক নিশ্চল।

দিশেহারা অস্তিত্ব শরীরে,

ঘিরে ধরে যা, তা আমার নয়।

অনিশ্চিত অবিশ্বাসের ভিড়ে, 

হারিয়ে যেতে আজও ভয় হয়।।