#কবিতা_বোধোদয়#বিভাগ_গদ্যকবিতা #কলমে_বীরেন_আচার্য্য #তারিখ_২৪শে_সেপ্টেম্বর_২০২০
বোধোদয়-----------শাস্ত্রীয় অচলায়তনে যখন সমাজের নাভিশ্বাস , পশ্চিম দিগন্ত হতে এসেছিল পশ্চিমা ঝড় ; দুরন্ত সে ঝড়ে গেল খুলে বহুদিনের অন্ধকার অচলায়তনের রুদ্…
#কবিতা_বোধোদয়
#বিভাগ_গদ্যকবিতা
#কলমে_বীরেন_আচার্য্য
#তারিখ_২৪শে_সেপ্টেম্বর_২০২০
বোধোদয়
-----------
শাস্ত্রীয় অচলায়তনে যখন সমাজের নাভিশ্বাস ,
পশ্চিম দিগন্ত হতে এসেছিল পশ্চিমা ঝড় ;
দুরন্ত সে ঝড়ে গেল খুলে বহুদিনের
অন্ধকার অচলায়তনের রুদ্ধদ্বার ।
জীবন্মৃত সমাজে স্তূপীকৃত অর্থহীন জঞ্জাল -
কত দুঃখ, কত যন্ত্রণা , কত আর্তনাদ ;
যুগের কালবেলায় নারীর বুকভাঙা কান্নায়
এসেছে আলোক শিখা মুক্তির গানে -
" বিশ্বসাথে যোগে যেথায় বিহার
সেইখানে যোগ তোমার সাথে আমারও " ।
দীনের যে বন্ধু সেই তো দীনবন্ধু
দুঃখকে করে যে হরণ , দুঃখহরণ সেই ;
সেই তুমি , সাগরের নোনা জলে
ভরাও নি সরস্বতীর শ্বেত আলয় ;
আ শৈশব দারিদ্রের সাথে মেধার লড়াইয়ে
তুমিই হয়েছো জয়ী হে মহাপ্রাণ !
অসাধারণ পাণ্ডিত্যের ঐক্য-বাক্য-মাণিক্যে
ঘুচিয়েছো কালের অভিশাপ ।
সাগরের নোনা জলেই ফুটেছে শ্বেতকমল
কিন্তু কেটেছে কি জাতির " ভ্রান্তিবিলাস " ?
আজও কেন শুকায় না নারীর অশ্রু
বৈধব্যের নাগপাশ ছিঁড়ে ?
সোনালী আলোর দিকে চোখ রেখে
কেন গায় না মুক্তির গান ?
সূর্যটাও যায় ভুলে তার রক্তিম আলোয়
সিঁথিটাকে রাঙিয়ে দিতে পুনর্বার ।
একবিংশের আকাশে যখন চন্দ্রযান বিক্রম
আছড়ে পড়ে চাঁদের পিঠে -
তখন চব্বিশের মঙ্গলা সাদা থান পরে
করে একাদশী নির্জলা ।
কই সে উদাহরণ আজ তোমার মাতৃভক্তির
একবিংশের সুসভ্য সভ্যতায় ?
অসহায় মা বৃদ্ধাশ্রমের জানালা দিয়ে
নীল আকাশটা দেখে বার বার ।
আজও বাল্যবিবাহ কাঁটা হয়ে বিঁধে
সমাজের বুকে , অসহ্য যন্ত্রণা -
তোমার চরিত্র সুষমায় তুমি কাঁদো
সাহিত্যের পাতায় পাতায় ;
বিলাসিতাময় আধুনিক জীবনে
নেই " ঈশ্বর " এর স্থান ।
" বর্ণপরিচয় " এর সেই " জল পড়ে পাতা নড়ে "
যা ছিল রবি কবির শৈশবের মেঘদূত ,
হারিয়ে গেছো বর্তমানের শিশুপাঠ্য হতে
তাই তো ' গোপাল ' হলাম না কেউ ।
মানবতার নার্সারিতে মানবশিশু বিরল ,
ভীড় শুধু কেরিয়ার তৈরীর নার্সারিতে ;
তাই তো শিক্ষালয়ে মূর্তি ভাঙে তোমার
অশিক্ষার গান গেয়ে ।
তবুও মালা গাঁথা , তবুও চর্বিত চর্বন
দীপ জ্বালা , সরকারি মহোৎসব ;
বর্ণহীন , গুরুত্বহীন " বর্ণপরিচয় " এ
" চরিতাবলী " র ব্যাখ্যায় চরিত্রহীন অপলাপ ;
হায় রে ! কবে ঘটবে " বোধোদয় " ?
------------------×-----------------