লাল মাটির শুক্র গ্রহ
______শ্যা ম ল ম জু ম দা র
দূর দূরত্ব নয় হাজার হাজার মহাকর্ষ দূরে, জন্মে ছিলাম আনুমানিক সাড়ে পাঁচ হাজার বৎসর আগে,লাল মাটির শুক্র গ্রহে ।কিছু কিছু গ্রহে একাধিক জন্মের পরে, আপন কে পর করি এলাম পৃথিবীতে ।
সকল...…
লাল মাটির শুক্র গ্রহ
______শ্যা ম ল ম জু ম দা র
দূর দূরত্ব নয়
হাজার হাজার মহাকর্ষ দূরে,
জন্মে ছিলাম আনুমানিক সাড়ে পাঁচ হাজার
বৎসর আগে,
লাল মাটির শুক্র গ্রহে ।
কিছু কিছু গ্রহে একাধিক জন্মের পরে,
আপন কে পর করি এলাম পৃথিবীতে ।
সকল... পরকে আপন করি
জ্বালাই মনের কেন্দ্র বিন্দু ।
অ-আবেগে স্ব-ভাবা বেগে পরিক্রমণ করি,
জ্বালাই সাড়ে পাঁচ হাজার বৎসরের স্মৃতি কল্পিত
আত্ম জীবন চরিত্র ।
বিঁধে উঠে এত বৈচিত্র্যের কোমল শীতল ঢেউ
নাভির জন্ম মূলে পনঞ্জিকার মতো আর্কাইভ
আর ও একশত বছর লাগবে পাঠ শেষ করতে ।
নানান গ্রহের নানান সুগন্ধ
হরিণের মৃগ নাভির মতোন, স্নানের জলে ছড়িয়ে
দেওয়া কেশর, শরীর জুড়ে মুড়ে থাকা বর্ণময়
আর ও শরীরের গঠন ।
নিমজ্জিত ঘুমের মাঝে হাল্কা স্বপ্ন ভাসে
সৌন্দর্য জড়িয়ে আসে আমার লাল গ্রহের
অবস্থান ।
অবিরত আলোক ময় নক্ষত্রের জোৎস্না
ব্যবিলন কে হার মানায় ।
আজ জীবনানন্দ দাশের প্রেমের কবিতা পড়ি ...
শামসুর রহমানকে বুকে লালন করি
আমি হলাম আধুনিক ।