Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতাবিভাগ - কবিতা শিরোনাম - তিমির কুঞ্জ কুটিরকবি - কৃপা মোহন চাকমাতারিখ -২৩/০৯/২০২০
কুসুমপরাগ শিউলি বিবশ প্রহরেহাল্কা আঁচলে কুয়াশার চাদরে,দখিণা দুয়ার তো খোলা সুশোভিতেমত্তমদির সমীরে আবেগ আদরে।
চাওয়া পাওয়া ক্ষণ গোধূল…

 


দৈনিক প্রতিযোগিতা

বিভাগ - কবিতা 

শিরোনাম - তিমির কুঞ্জ কুটির

কবি - কৃপা মোহন চাকমা

তারিখ -২৩/০৯/২০২০


কুসুমপরাগ শিউলি বিবশ প্রহরে

হাল্কা আঁচলে কুয়াশার চাদরে,

দখিণা দুয়ার তো খোলা সুশোভিতে

মত্তমদির সমীরে আবেগ আদরে।


চাওয়া পাওয়া ক্ষণ গোধূলি সন্ধিক্ষণ

চঞ্চলা মিলন প্রত্যাশা প্রেম জোয়ারে,

স্বপ্নসিঁড়ি দুরন্ত কামিনী মত্ত ইন্দ্রজালে

নিঃশব্দে এসে বহুরুপী বেশে আঁধারে।


প্রবেশিলে হৃদয়ে যে কবে বুঝিনি তবে

হৃদয় ছুঁয়ে,মৌন বীণা মন্তর গোপনে,

শিউলি ফুলে গেঁথেছে মালা কিশোরীরা

জনহীন হৃদয়ঘাট তটিনীর চম্পক বনে।


নিয়েছে শরীর শিহরি আলাপ প্রলাপে

ছলছল রঙ বিভল ঢেউ যেন উছলি,

কূজন পাখীর স্তব্ধ সমীর তব নদীতীর

উতলায় ঝলকি পুলকে বাজে মুরলী।


মর্মর হৃদয় তিমির নিশীথ কুঞ্জ কুটির

অরন্যে গ্রহতারাহীন অন্তিম অন্ধকার,

মত্ত ধ্বনিত বক্ষে নিষ্পেষিত রুদ্ধ শ্বাসে

মর্মাঘাত পতন অস্তমিত হৃদয়ে অসাড়।