❣️নিস্তব্ধ কবিতা ❣️❣️লিখতে গিয়ে ক্লান্ত হই না আমিপড়তে তোমার মগজ অবশ হয়তাই ভেবেছি লিখবো এবার কমখুব বেশি রাত জাগাও উচিত নয় l
মধ্য রাতের সব কবিতাগুলিমধ্য যুগেই ফেলবো ছুঁড়ে সবসময় পেলে তাকিও ইতিহাসেযুদ্ধ জেতা সত্যি অসম্ভব l
স্বপ্ন ছিল…
❣️নিস্তব্ধ কবিতা
❣️
❣️
লিখতে গিয়ে ক্লান্ত হই না আমি
পড়তে তোমার মগজ অবশ হয়
তাই ভেবেছি লিখবো এবার কম
খুব বেশি রাত জাগাও উচিত নয় l
মধ্য রাতের সব কবিতাগুলি
মধ্য যুগেই ফেলবো ছুঁড়ে সব
সময় পেলে তাকিও ইতিহাসে
যুদ্ধ জেতা সত্যি অসম্ভব l
স্বপ্ন ছিল এসব কবিতায়
বারুদ ঠেসে রাখবো থাকে থাকে
যুদ্ধ যেদিন শান্তি খুঁজে পাবে
জলের উপর ভাসাবো প্রত্যেকে l
অনেক তুমি পড়েছো কবিতা
ডাকলে এখন দৌড়ে পালাও তুমি
তাই ভেবেছি, "যুদ্ধ , জলের তলায়
হচ্ছে" বলেই, পালাবো তক্ষুনি l
কে বলেছে..."কলম" তলোয়ার.?
কে বলেছে...ধারালো সবার চেয়ে ?
কলম শুধু ভুল করে বার বার
শিশুর মতো নগ্ন হতে চেয়ে l
©জয় ভট্টাচাৰ্য✍️