Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

* মালতীলতা *---রাফিয়া সুলতানা21.09.20
লতাখানি জুড়ে আছে তোরণের মাথা-ফুলে ফুলে ঢাকা তরু দেখা নাই পাতা,আঁকা বাঁকা শাখা সেই মালতী লতার!লাল সাদা গোলাপিতে কি রূপ বাহার!
দোল খায় বাতাসেতে খিলখিল হেসে,বিলায় সুরভি যেন বড় ভালোবেসে!ফুলভারে ত…

 


* মালতীলতা *

---রাফিয়া সুলতানা

21.09.20


লতাখানি জুড়ে আছে তোরণের মাথা-

ফুলে ফুলে ঢাকা তরু দেখা নাই পাতা,

আঁকা বাঁকা শাখা সেই মালতী লতার!

লাল সাদা গোলাপিতে কি রূপ বাহার!


দোল খায় বাতাসেতে খিলখিল হেসে,

বিলায় সুরভি যেন বড় ভালোবেসে!

ফুলভারে তরু শাখা ভুঁয়েতে লুটায়,

বাহুটি বাড়ায়ে যেন  কারে ছুঁতে চায়!


জোটে যত প্রজাপতি ভ্রমরের পাল,

সন্ধ্যায় সাদাফুল  সকালেতে লাল!

আঁধারেতে আলোকিত বিতানের কোল,

জ্যোৎস্নায় ফোটা ফুলে ফোটে যেন বোল!


লম্বা সে বৃন্তের ডগে ঝোলে ফুল,

কভু পরি মালা গেঁথে কভু কানে দুল!

বৃন্তটি ছিঁড়ে দিয়ে ওষ্ঠের টানে

কিযে মজা সুমিষ্ট মধুখানি পানে!


মনে পড়ে কবেকার পুরনো সে কথা!

আলো ক'রে দ্বারখানি মালতীর লতা!

দেখেছি যে চেয়ে কত সে রূপের ধুম!

লতাহীন দ্বার আজ বড়ই  নিঝুম!