আজকের সূর্যোদয় গৌতম সোম 22/09/2020
আজকের সূর্যোদয়, কি বার্তা বহনকারী মনে যে সর্বদাই সংশয়, আজকের সূর্যোদয়, হতে পারে কতটা ভারী ঘটতে পারে কতটা অর্থহীন রক্তক্ষয়, আজকের সূর্যো…
আজকের সূর্যোদয়
গৌতম সোম
22/09/2020
আজকের সূর্যোদয়, কি বার্তা বহনকারী
মনে যে সর্বদাই সংশয়,
আজকের সূর্যোদয়, হতে পারে কতটা ভারী
ঘটতে পারে কতটা অর্থহীন রক্তক্ষয়,
আজকের সূর্যোদয়,জীবনে চলবার পথে
কান্ডারি হতে পারে,
দিতে পারে জীবন সংগ্রামের আগাম সূচনা,
আজকের সূর্যোদয়ে নির্দেশিত হতে পারে
আগামীদিনের ছন্দময় বৈপ্লবিক বর্ণনা,
আজকের সূর্যোদয়,ইঙ্গিতপূর্ণ হতে পারে
ভবিষ্যত কলঙ্কময় অধ্যায়ের,
আজকের সূর্যোদয়, সূচনা দিতে পারে
প্রেমের দুয়ারে বুভুক্ষুর বেওয়ারিশ পরিচয়ের,
আজকের সূর্যোদয়ে বর্ষিত হতে পারে
অর্থহীন উদ্দেশ্যে সহস্র আলোর বৃষ্টি,
আজকের সূর্যোদয়ে তৈরী হতে পারে
অঘোষিত বসন্ত ঋতুর দ্বারে বিভ্রান্ত ফতোয়ার সৃষ্টি, আজকের সূর্যোদয়, মুছে দিতে পারে
দীর্ঘশ্বাসের বক্ষ নিঃসৃত স্পন্দন,
আজকের সূর্যোদয়,ঘুচিয়ে দিতে পারে
চাপা হৃদয়ের ক্ষতের রক্তক্ষরণ,
আজকের সূর্যোদয়ে দেখা দিতে পারে
মুকুলে ভরা মল্লিকা,
আজকের সূর্যোদয়, নিভিয়ে দিতে পারে
অবৈধ যন্ত্রণার অভ্যস্ত কষ্টের নিত্যদিনের ঝল্লিকা, আজকের সূর্যোদয়ে লিপিবদ্ধ হতে পারে
অসংখ্য বর্ণমালার শীতের রাতগোনা প্রবন্ধ,
আজকের সূর্যোদয়ে শেষ হতে পারে
অবিরাম আত্মহত্যার শব্দহীন ছন্দ,
আজকের সূর্যোদয়ে শুরু হতে পারে
মুক্ত সবুজ ঘাসে বিজয়ের দিশা,
আজকের সূর্যোদয়,ঘুচিয়ে দিতে পারে
সঞ্চিত আবেগের রুদ্ধদ্বারে অহমিকার ভাষা ll
( মূল রচনা সংরক্ষিত.)