Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

রঙের দুনিয়া*পুলক বেরা (22/09/20)দুধসাদা কোন মুখ হয় না, মেঘসাদা কোন মন,চরিত্র কি পবিত্র হয়, ধরা যে বৃন্দাবন?জীব মাত্রে শিব তাও নয়, মানুষ মাত্রে দেব, অসুর মানে অমানুষ কি, তবে তো শেষ জীবন!
সাদা মেঘে তো জল থাকে না, নীল শরীরে প্রাণ, কা…

 


রঙের দুনিয়া*

পুলক বেরা (22/09/20)

 

দুধসাদা কোন মুখ হয় না, মেঘসাদা কোন মন,

চরিত্র কি পবিত্র হয়, ধরা যে বৃন্দাবন?

জীব মাত্রে শিব তাও নয়, মানুষ মাত্রে দেব, 

অসুর মানে অমানুষ কি, তবে তো শেষ জীবন!


সাদা মেঘে তো জল থাকে না, নীল শরীরে প্রাণ, 

কালো মেঘে তাই বৃষ্টি নামে, সৃষ্টি প্রাণে মহান!

নীল হলে তা আকাশ, সাগর, লাল হলে বিপ্লব,

সবুজ হলে অবুঝ সবাই, শুধুই প্রাণের টান।  


রঙের দুনিয়া, রঙিন জীবন, তাও কতো বদ্ রঙ,

রামধনু মন আকাশেই শুধু, বাস্তবে শুধু ঢঙ! 

সাদা কালো ভালো, রঙিনও ভালো, যখন জীবনে আলো, 

আঁধার ঘনালে মনে একবার, দুনিয়াটা জবরজঙ্! 

***