Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-পাক্ষিক-অনু-গল্পের-সেরা-সম্মাননা

পাক্ষিক অণুগল্প প্রতিযোগিতা পর্ব ২শিরোনাম-সেই রাতেকলমে অন্নপূর্ণা ঠাকুর চক্রবর্তী।তারিখ-6/9/2020
সেই রাতে
সত্তরের সোমনাথ বাবু কোনো মতে কিছু টাকা জমিয়ে চুপিচপি একটা শাড়ি কিনে আনলেন। এখন ছেলেরা নিজের পায়ে দাঁড়িয়ে, পরিবর্তনের স্রোতে ব…

 




পাক্ষিক অণুগল্প প্রতিযোগিতা পর্ব ২

শিরোনাম-সেই রাতে

কলমে অন্নপূর্ণা ঠাকুর চক্রবর্তী।

তারিখ-6/9/2020


সেই রাতে


সত্তরের সোমনাথ বাবু কোনো মতে কিছু টাকা জমিয়ে চুপিচপি একটা শাড়ি কিনে আনলেন। 

এখন ছেলেরা নিজের পায়ে দাঁড়িয়ে, পরিবর্তনের স্রোতে বিদেশে প্রতিষ্ঠিত।

আজকে ওদের বিয়ের দিন। দশ বছরের ছোট মেয়েটাকে বিয়ে করে এনেছিলেন সংসারে।

কোনো দিন মুখ ফুটে কিছু চায়নি।

শাড়িটা পরে দুজনে ছাদের আলোর জ‍্যোৎস্না দেখে খুশি মনে সুখ দুঃখের স্মৃতি স্মরণ করে আনন্দে ঘরে এলেন।

হঠাৎ মাঝরাতে গোরী দেবীর বুকে একটা ব‍্যাথা উঠলো।

যা ওষুধ ছিল ঘরে তাই দিলেন সোমনাথ।

কিন্তু কোনো কাজ হলোনা।

বড়বড় শ্বাস নিয়ে বললেন, আমি হয়তো বাঁচবোনা। 

কিন্তু আজ আমি খুব খুশি। তোমাকে আবার নতুন করে পেলাম। জীবনের শেষের এই রাতে তোমার দেওয়া শাড়িটা আমার খুব পছন্দ হয়েছেগো!

আজকে আমার কোনো দুঃখ নেই। এই বলে হাঁপাতে হাঁপাতে বড় বড় শ্বাস নিতে নিতে বললেন, তুমি একটা বৃদ্ধাশ্রমে চলে যেও। ওখানে থাকলে তুমি নিশ্চিন্ত থাকবে। আমিও মরে শান্তি পাবো। লাল পাড়ের শাড়ি, সিঁথিতে রাঙা সিঁদুর, পরনে গড়দের লালপেড়ে শাড়ি, আর মুখে নির্মল হাসি।

 গৌরী দেবী চলে গেলেন, কিন্তু রেখে গেলেন সোমনাথের  জীবনে এই বিশেষ একটা রাত। যা কখনও ভুলতে পারবেননা!!