Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-পাক্ষিক-অনু-গল্পের-সেরা-সম্মাননা

#পাক্ষিক_অণুগল্প_প্রতিযোগিতা_পর্ব_2
শিকার (অণুগল্প)----------------------নীলাঞ্জনা-------------31/8/20
রোদ ছায়ার চকরা বকরা কাটা শুকনো নালাটা ধরে হামাগুড়ি দিয়ে এগোচ্ছিলাম। খিদেয় পেট জ্বলছে, শরীর দূর্বল, ডান পায়ে শজারুর কাঁটা বেঁধা…



 #পাক্ষিক_অণুগল্প_প্রতিযোগিতা_পর্ব_2


শিকার (অণুগল্প)

----------------------

নীলাঞ্জনা

-------------

31/8/20


রোদ ছায়ার চকরা বকরা কাটা শুকনো নালাটা ধরে হামাগুড়ি দিয়ে এগোচ্ছিলাম। খিদেয় পেট জ্বলছে, শরীর দূর্বল, ডান পায়ে শজারুর কাঁটা বেঁধা জায়গাটা বিষিয়ে গেছে। শেষ খেয়ে ছিলাম শজারুটাকে, তিন দিন আগে। খিদেয়, ব্যথায়, কষ্টে, চোখ দুটো ঝাপসা হয়ে এলেও, নাকে ছাগলের গন্ধটা ঝাপটা মারছিল তীব্র ভাবে। বাঁকটা ঘুরতেই আবছা মত দেখতে পেলাম, গাছের তলায় ছাগলটা একমনে ঘাস খাচ্ছে। কোন দিকে না তাকিয়ে, শরীরের শেষ শক্তি টুকু জড়ো করে ছুট দিলাম ছাগলটার দিকে। ছাগলটা দেখতে পেয়ে, ভয়ে চীৎকার করে পালাতে গিয়েও পারল না, গলার দড়ির বাঁধনটার জন্য। লাফিয়ে শূন্যে উঠে যখন ঝাঁপিয়ে পড়তে যাচ্ছি ছাগলটার ওপরে, ঠিক তখনই কানফাটা আওয়াজটা শুনতে পেলাম, কিন্তু তখন অনেক দেরী হয়ে গেছে। কপালের ফুটোটা দিয়ে রক্ত, ঘিলু গড়িয়ে গড়িয়ে নেমে চোখ দুটো ঢেকে, ক্রমশঃ অন্ধকার করে দিল। শেষ বারের মত হাঁ করে নিশ্বাস নিয়ে, আকাশটাকে বললাম, "বড্ড খিদে পেয়ে ছিল গো"।