Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

।। সমুদ্র মেখলা ও আকাশের কবিতা।।।। সুনির্মল বসু।।রাত গভীরে গাছপালা,নগর বন্দর ঘুমালে, সমুদ্র ও আকাশ স্মৃতির গল্প বলে, ঝাউবনে উদাসী বাতাস বয়ে যায়, জ্যোৎস্নাভেজা রাত স্বপ্নের জাল বোনে,শিরীষ বন,শাল পিয়ালের জঙ্গলে রাতপাখি ডানা ঝাপট…

 


।। সমুদ্র মেখলা ও আকাশের কবিতা।।

।। সুনির্মল বসু।।

রাত গভীরে গাছপালা,নগর বন্দর ঘুমালে, সমুদ্র ও আকাশ স্মৃতির গল্প বলে, ঝাউবনে উদাসী বাতাস বয়ে যায়, জ্যোৎস্নাভেজা রাত স্বপ্নের জাল বোনে,

শিরীষ বন,শাল পিয়ালের জঙ্গলে রাতপাখি ডানা ঝাপটায়,নিশিরাতে লক্ষ্মীপেঁচা গাছের অন্ধকার সবুজের আড়ালে বসে থাকে, বাঁশবনে মর্মর ধ্বনি শোনা যায়,

আকাশ তখন জীবনের গল্প, অভাবের গল্প, বেঁচে থাকার কথাকলি বলে যায়,

সমুদ্র বলে, আয়, আমার কাছে আয়, তোকে জীবনের গল্প শোনাবো, মানুষের গল্প, মনুষ্যত্বের গল্প, অথবা হৃদয় বিক্রির বাণিজ্য কথা,

এসব হাল আমলের কাহানি কিস্মত কী, এমনটা আগে ছিল না, মানুষ ছিল, মানবিকতা ছিল, আজকাল সব নিলাম হয়ে গেছে, আকাশের নীল আজ ধোঁয়ায় পরিপূর্ণ, নদী আজ আর গান শোনায় না, রাতের আকাশ আর গল্প বলে না,

ব্যস্ত মানুষের গল্প শোনার সময় নেই, বিপন্ন মানুষের পাশে দাঁড়াবার লোক নেই,

জীবনে এখন গল্প বলা দাদু, সহিষ্ণু বৃক্ষ, শীতল জলরাশির অভাব,

ভালোবাসার অভাবে পৃথিবীটা সাহারা মরুভূমি হয়ে গেল,

গাছ কাটো, শহরের নাগপাশে জীবন হাঁসফাঁস,

একথা জেনে নদী ও গাছ একসঙ্গে বলে উঠল, একদিন মানুষকে ফিরতে হবে আমাদের কাছে, সেদিন ভালোবাসার দাদু, ভালবাসার আকাশ, ভালোবাসার সমুদ্র, জীবনের গল্প শোনাবে,

বিশ্বকর্মার পৃথিবীতে এক টুকরো ভালোবাসা আকাশ থাকবে না, তাও কি হয়,

আকাশ ও সমুদ্র বলছিল, আসলে, জীবনের গল্প বলছিলাম,

ততক্ষনে ভোরের আকাশ ফর্সা হচ্ছে, বাগানে ফুলের মেলা বসেছে, প্রজাপতি উড়ছে,

আরও একটা নতুন দিনের শুরু তখন।