নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর... শুক্রবার ঐতিহাসিক নভেম্বর বিপ্লব ১০৮ বছর পূর্ণ করলো। বিশ্ব ইতিহাসে বিগত শতাব্দীর অন্যতম সাড়াজাগানো ঘটনা ১৯১৭'র রুশ বিপ্লব বা নভেম্বর বিপ্লব।এই বিপ্লবের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষ পেয়েছিল মুক্তি…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর... শুক্রবার ঐতিহাসিক নভেম্বর বিপ্লব ১০৮ বছর পূর্ণ করলো। বিশ্ব ইতিহাসে বিগত শতাব্দীর অন্যতম সাড়াজাগানো ঘটনা ১৯১৭'র রুশ বিপ্লব বা নভেম্বর বিপ্লব।এই বিপ্লবের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষ পেয়েছিল মুক্তির আস্বাদ। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এই দিনটি বিভিন্ন বামপন্থী দলগুলোর উদ্যোগে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো। সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুর জেলা কেন্দ্র সহ দলের প্রতিটি এরিয়া কমিটির দপ্তরে দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ভাবে এদিন সন্ধ্যায় সিপিআইএম এর উদ্যোগে মেদিনীপুর শহরের মীরবাজারের কৃষক ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দলের জেলা নেতৃবৃন্দ। এছাড়াও সিপিআই,এস ইউ সি আই এর মতো বাম দল গুলির উদ্যোগেও নভেম্বর বিপ্লব দিবস পালিত হয়।
