Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

সপ্তাহিক সেরা লেখনী প্রতিযোগিতাবিভাগ ..কবিতা বিষয় ..পথ হারিয়েচন্দ্রশেখর বটব্যাল১৫.০৯.২০২০.পথিক তুমি পথ হারিয়েছ...কে বলে চমকে উঠি।হ্যাঁ পথ হারিয়েছি।মানুষ পথ হারিয়েছে ..শান্তির পথ ,জীবনের পথ ,বাঁচার পথ।স্বার্থ মগ্ন মানুষ  ,নিজের টা…

 


সপ্তাহিক সেরা লেখনী প্রতিযোগিতা

বিভাগ ..কবিতা 

বিষয় ..পথ হারিয়ে

চন্দ্রশেখর বটব্যাল

১৫.০৯.২০২০.

পথিক তুমি পথ হারিয়েছ...

কে বলে চমকে উঠি।

হ্যাঁ পথ হারিয়েছি।

মানুষ পথ হারিয়েছে ..

শান্তির পথ ,জীবনের পথ ,বাঁচার পথ।

স্বার্থ মগ্ন মানুষ  ,

নিজের টা বুঝে ষোল আনা ..

অন্যের কথায় কান কালা।

হানা হানি ,খুনো খুনি ,

দড়ি টানা টানি ,

যা হবে হোক ,

মানুষ মরুক ,

চুলোয় যাক ..

যত সব নচ্ছার!

নিজে বাঁচলে বাপের নাম।

আমার পেটে বিরাট  ক্ষিধা ,

হা খামু  হয়ে আছি।

চাকরি নেব ,

ঘুষ নেব ,

ব্যাঙ্ক লকার ফুলবে ,

কাঁচা বাড়িতে মানুষ থাকে ?

দালান হবে ,

সাইকেল সেকেলে ,

আমার বাবু স্কুলে..

ফোর হুইলার চেপে যাবে স্কুলে ! 

আহা ,আহা কি মজা !

বাঁচ বাঁচতে দাও ,

এই পথ হারিয়ে মানুষ হয়েছে ..অমানুষ ভন্ড

সুন্দর পৃথিবীর 

সব কিছুই আজ পথ হারিয়ে ....