Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব- ২৪বিষয়- পথ হারিয়েবিভাগ-কবিতাশিরোনাম- চিলেকোঠার জানালাকবি- ভারতী দত্ততারিখ- ১৫/০৯/২০২০
চিলেকোঠার জানালা দিয়ে আজ আকাশ পানে চাইকেমন যেন মাতাল করা সুবাস আমি পাই,বৃষ্টিস্নাত সবুজ পাতায় চাঁদের পরশ লাগেনিশ…

 


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব- ২৪

বিষয়- পথ হারিয়ে

বিভাগ-কবিতা

শিরোনাম- চিলেকোঠার জানালা

কবি- ভারতী দত্ত

তারিখ- ১৫/০৯/২০২০


চিলেকোঠার জানালা দিয়ে আজ আকাশ পানে চাই

কেমন যেন মাতাল করা সুবাস আমি পাই,

বৃষ্টিস্নাত সবুজ পাতায় চাঁদের পরশ লাগে

নিশুতি রাতের এমন শোভা বুঝতে পারিনি আগে।


অনেক দিন‍ই কাটিয়েছি এই জানলার ধারে দাঁড়িয়ে

অচেনা পথিক গিয়েছে কত শুকনো পাতা মাড়িয়ে,

তেমন করে হয়নিতো শোনা ঝিঁঝিঁ পোকার ডাক

দেখিনি তো আগে জানালার পাশে কাঠপিঁপড়ের ঝাঁক।


ছোটো বটগাছ ছুঁয়েছে আকাশ কত বছর আগে

পাখির বাসা দুলছে হাওয়ায় দেখেই মজা লাগে,

ঘোমটা মাথায় গাঁয়ের বঁধূ আজ‍ও চলে ঘাটে

বিকেল বেলা দামাল ছেলে খেলে বেড়ায় মাঠে।


মনখারাপের ছেলেবেলায় এই জানালা ছিল প্রাণ

বকা খেয়ে অশ্রু মোছার সবচেয়ে দামী স্থান,

কত বছর পরে আবার এলাম ফিরে ঘরে

জানালার গরাদগুলো দেখছি নতুন করে।


সন্ধ্যা বেলায় অন্ধকারে জোনাকি জ্বালাতো আলো

এক নিমিষে দূর হয়ে যেতো অন্ধকারের কালো,

জানালা দিয়ে বাহির পানে এখনও তাকিয়ে রই

মনের মাঝে আর তেমন করে ঝংকার ওঠে ক‍ই!


সব‍ই আছে সেই আগের মত বদলেছি শুধু আমি

মনটা আজ‍ও এক‌ই আছে জানেন অন্তর্যামী,

চিলেকোঠার জানালাটা আমায় আজ‌ও ডেকে বলে

সব সমস্যা পিছনে ফেলে একবার এসো চলে।।