শুধু এই কথাটুকু নিয়ে
হেমন্ত সরখেল |
ভর সন্ধেয় রয়ানির সুরেবেহুলার ভেলা নেতা ধোপানীর ঘাট ছেড়ে এগিয়ে যায় যখন আশার তল্লাসে_
তাল কাটে, হদিস দেয় | হদিস দেয় কতো কানাচ জুড়ে থেমে আছেভেলা দুঃখে শোকে অভিমানে যারা ভেসে যেতে…
শুধু এই কথাটুকু নিয়ে
হেমন্ত সরখেল |
ভর সন্ধেয় রয়ানির সুরে
বেহুলার ভেলা নেতা ধোপানীর ঘাট ছেড়ে
এগিয়ে যায় যখন আশার তল্লাসে_
তাল কাটে, হদিস দেয় | হদিস দেয় কতো কানাচ জুড়ে থেমে আছে
ভেলা
দুঃখে শোকে অভিমানে যারা ভেসে যেতে চেয়ে
বাঁধা পড়ে রইল সংসার-সীমান্তের ঘাটে শুধু এইটুকু মেনে_
ভ্রামক জমাট অন্ধকার তোলা থাকলে পানপাতায়
মায়ের হাত মেয়েকে সে কাজল পরাতে
সুস্থির হয় না,
চলেছে বেহুলা না জানি কোন অজানায়!
জলছাপের মতো ভেসে থাকা আয়ত চোখে চোখ রেখে
কপালে আঁকা হয় গভীর মাতৃচুম্বন
দীর্ঘকায় শ্বাস গিলে ফেলার পর বুকে চেপে ধরে
বেহুলার অদৃষ্টের কথা ভেবে বলে ওঠে নারী--
'ভালো থাকিস, মা...'
কত জন এইটুকু চেয়ে নির্নিমেষ রইল মসনদের দিকে...
★★★