*ক্লোরোফিল মানবের সবুজ উত্থান*
অসীম দাস
না বলা সহজ না বললে , না জন্মালেও চলে ।হ্যাঁ এর সম্মতি- শ্রমে হেঁটমুন্ডু উর্দ্ধপদ হতে হয় ।
না শব্দের হিমাঙ্ক হিমে ,এক বৈশাখ উঠতি ভালবাসার তুষার সমাধি হতে পারে ।হ্যাঁ বললেই শ্রীরাধার …
*ক্লোরোফিল মানবের সবুজ উত্থান*
অসীম দাস
না বলা সহজ
না বললে , না জন্মালেও চলে ।
হ্যাঁ এর সম্মতি- শ্রমে
হেঁটমুন্ডু উর্দ্ধপদ হতে হয় ।
না শব্দের হিমাঙ্ক হিমে ,
এক বৈশাখ উঠতি ভালবাসার
তুষার সমাধি হতে পারে ।
হ্যাঁ বললেই শ্রীরাধার আকন্ঠ অভিসারে
উথাল পাথাল নীল যমুনার নিরলস ঢেউ !
না উচ্চারণে ,
পৃথিবীর সমস্ত চলন্ত মাইলেস্টান
কর্মহীন ফিরে আসে অগস্থ্যের বিন্ধ্য গুহায় !
না বলতে অভ্যস্ত নয়
ডুবন্ত ডাইনোসর থেকে ঝুলন্ত টিকটিকি ,
সাত সমুদ্রের নৃত্য গীতাদি থেকে
খাল বিল ডোবার পিরীতি ,
বোধিবৃক্ষ ঝুরির অঙ্কুর থেকে
মুমূর্ষু দূর্বা শিকড় ।
হ্যাঁ এর প্রবাহে তাই
ক্লোরোফিল মানবের সবুজ উত্থান ।