শিরোনাম~ শ্রদ্ধাঞ্জলিকলমে~ শ্রেয়সী সাহাতাং~ ২৬/০৯/২০২০
অক্ষর জ্ঞান শুরু হয় বর্ণ পরিচয়ের হাত ধরে,তোমার লিখিত বর্ণ পরিচয়ের মধ্যে দিয়ে নারী পুরুষ নির্বিশেষে সকলের মধ্যেই জ্ঞানের আলো প্রজ্জ্বলিত হয়েছে,যে আলোর জ্যোতিতে বিধবারা পে…
শিরোনাম~ শ্রদ্ধাঞ্জলি
কলমে~ শ্রেয়সী সাহা
তাং~ ২৬/০৯/২০২০
অক্ষর জ্ঞান শুরু হয় বর্ণ পরিচয়ের হাত ধরে,
তোমার লিখিত বর্ণ পরিচয়ের মধ্যে দিয়ে নারী পুরুষ নির্বিশেষে সকলের মধ্যেই জ্ঞানের আলো প্রজ্জ্বলিত হয়েছে,
যে আলোর জ্যোতিতে বিধবারা পেয়েছে মনুষ্যত্বের স্বাধিকার,
এখনও একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সমাজ তাকে পদদলিত ও উপেক্ষিত করে,
নিঝুম রাতে নীরবে নিভৃতে অশ্রু বর্ষায় একটু অধিকারের জন্য...
এই প্রশ্নের উত্তর দেওয়ার মতন যোগ্য উত্তরসূরী কেউ নেই,
সমাজের চোখে সে ব্রাত্য,
সমাজের চোখে সে অভিশপ্ত,
সমাজের চোখে সে দীন,হত দরিদ্র,
শত সহস্র পরীক্ষা উত্তীর্ণ হয়েও আজ সে নির্ভিক...
লোহিত শিরায় বইছে লড়াই করার আগুন...
এ আগুন জ্বলবে যতদিন না নারী আপন স্বাধিকারে উদ্ভাসিত হবে দিকে দিকে...