#বয়ান#প্রদীপ্ত ব্যানার্জ্জী
অনেকটা বিষাদ মুহূর্তখানিকটা আনন্দক্ষণকয়েকটা অলিখিত শর্তআর একটা বিনিদ্র মন।
সামান্য চোখের জলে কিঞ্চিৎ নিমগ্ন স্নানসযত্নে রূপকথা বলেমেঠো-সুরে বেজে ওঠা গান।
গোধূলির কনে-দেখা আলোসন্ধ্যায় তারও ঘুম পায় রাত যেই …
#বয়ান
#প্রদীপ্ত ব্যানার্জ্জী
অনেকটা বিষাদ মুহূর্ত
খানিকটা আনন্দক্ষণ
কয়েকটা অলিখিত শর্ত
আর একটা বিনিদ্র মন।
সামান্য চোখের জলে
কিঞ্চিৎ নিমগ্ন স্নান
সযত্নে রূপকথা বলে
মেঠো-সুরে বেজে ওঠা গান।
গোধূলির কনে-দেখা আলো
সন্ধ্যায় তারও ঘুম পায়
রাত যেই ঘন হয়ে এলো
পেয়ালায় সুরা ছলকায়।
একাকী এক রাতজাগা পাখি
খোঁজে ঠোঁট তার প্রেয়সীর
কতো কথা রয়ে গেছে বাকি
না-বলা কথারা করে ভিড়।
সব কথা বলতেই হবে
এমন তো কোনো কথা নেই
ভালোবাসা হারিয়েছে কবে
চলে গেছে তোর সঙ্গেই।
আমি ওই পাখিটারই মতো
চোখ খুঁজি ডুবে যাবো তাই
ডুবে যাওয়া বিধিসম্মত
যদি গভীরতা খুঁজে পাই।
সন্ধানে কাটে কতো রাত
হিসেব রাখে না কেউ তার
হৃদয়ে যে ঘাত প্রতিঘাত
তাদেরও তো ঘুম দরকার।
তাই কোনো বিটপীর কোলে
হৃদয়ের শ্রান্ত শয়ান
প্রথাগত ব্যাকরণ ভোলে
প্রেমিকের দীপ্ত বয়ান!
...............©...........প্রদীপ্ত