দৈনিক কবিতা প্রতিযোগিতা বিভাগ~ কবিতাশিরোনাম~ এক মুঠো ভাতকলমে~ অলোক রায়তারিখ~ ৩১/০৮/২০২০
সহিষ্ণুতার আবডালে লড়াই করে সাম্যবাদের বাণী, সমাজের রূপান্তরে আজও ঝরে সমব্যথীর গ্লানি। সাদামাটা ক্লান্তি শেষে একমুঠো ভাতের টানে, নিষ্ঠুরতার দ…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
বিভাগ~ কবিতা
শিরোনাম~ এক মুঠো ভাত
কলমে~ অলোক রায়
তারিখ~ ৩১/০৮/২০২০
সহিষ্ণুতার আবডালে লড়াই করে সাম্যবাদের বাণী,
সমাজের রূপান্তরে আজও ঝরে সমব্যথীর গ্লানি।
সাদামাটা ক্লান্তি শেষে একমুঠো ভাতের টানে,
নিষ্ঠুরতার দায়ভারে প্রতিবাদের ভাষা বলে প্রাণপণে।
সংযমী ঠোঁটেরা অবশেষে ক্লান্ত হয়,
বৈপ্লবিক চেতনার চেনা স্রোতে জোয়ারে ভাসে অকুতোভয়।
এক মুঠো ভাত চাই
হে পাষাণ! মরার আগে শুধু বলে যাই।
অতৃপ্ত বাসনার ন্যায় দগ্ধ অভিশাপে,
দৈহিক নশ্বরতায় পাপীও কাঁপে।
অসংযমী বিলাসিতার মোহে কেন দারিদ্র্য জর্জরিত হবে,
আমার ভাতে নেই বিলাসী অধিকার তবুও কেন অসাম্য ভবে।
এক মুঠো ভাতে নেই বিষাক্ত নবজাগরণ,
শুচিময় সমাজ আজও তাই করে বৈরী আচরণ।