" অন্তরীক্ষ "....ত্রিদিব কুমার বর্মণ...... ( কবিতা ).--------------- -----------
কালো মেঘ চেয়েচোখ দিয়ে খাই তোমার অন্তরীক্ষসমতল পথে বিপরীত ছোটে যে কোন না…
" অন্তরীক্ষ "....ত্রিদিব কুমার বর্মণ...... ( কবিতা ).
--------------- -----------
কালো মেঘ চেয়ে
চোখ দিয়ে খাই তোমার অন্তরীক্ষ
সমতল পথে বিপরীত ছোটে
যে কোন নামের বৃক্ষ ।
ন্যাড়া রাস্তার সবুজ পাপড়ি
ঢালুগিরি মাটি উল্ ঝায়....
নীল শাড়ী ঘিরে লাল ওড়না
খল্ খল্ রোদ হল্ কায় ।
দক্ষিণা পথ উপকূল গত
খরা ঝক্ মক্ ধম্ কায়....
ইস্পাত নীল আকাশে করূণা
কদাচিৎ ঝড়ে চম্ কায় ।।
চাকানো রাস্তা আনে বিলম্ব
যা ' দেখি ভ্রমে না ঠিক ত '
কালো মেঘ চাই ---
চোখ দিয়ে খাই , তোমার অন্তরীক্ষ...।।