Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

.              .   শিরোনাম:-   .প্রথম দিনে             .      কলমে:-     .সমরেশ সরদার।                     তারিখ:-  ১১-০৯-২০২০
আমার আকাশ বাতাস সুবাসিত মোহময়ী মায়াঅজ পল্লীগাঁয়ের তারই মাঝে আমার বসত বাটি,বেইশ ছেল্লাম মোরা।তবে---সক…

 


.              .   শিরোনাম:-   .প্রথম দিনে

             .      কলমে:-     .সমরেশ সরদার।

                     তারিখ:-  ১১-০৯-২০২০


আমার আকাশ বাতাস সুবাসিত মোহময়ী মায়া

অজ পল্লীগাঁয়ের 

তারই মাঝে আমার বসত বাটি,

বেইশ ছেল্লাম মোরা।তবে---

সক্কলে ক্যামন যেন হইয়া গ্যাছে আইজ

কোন ব্যাটা বেইটি কথা কইছে না

ঘেঁষাঘেঁষি করা ছ্যাইলারা ছটপট কইরা মরছে

ঘরের মাঠে।দিব্যি বেঁচে আছে ওরা

চ্যাইল্যায়া কইলাম রাইতে---

ওওও ব্যাটা একটু শোন যা না

কেউ সারা শব্দটি দিলে লাই।


কাইল রেতে পোলাটার গা ক্যামন জড়াইছে

গাটা ক্যামন যেনো গরম হৈছে

সারা রাইত ছটপট করিছে মোর পোলাটা

ভয়ে লাগাইছে মনে,

ভোররেতে শহরে যাইবো পোলাকে নিয়ে

কিন্তু গাটিত এক কানা কড়ি লাই

ঐ বুলবুল,উমপান ছব লিয়ে গ্যাচে

সয়ামী ক্যামন হৈয়া গেল,কথা কইচে না

খাইটটে পারে লাই,ঘর পোঢড়ো হয়্যা গ্যাছে গো

লোজগার লাই আজ আমাগো!


ভোর রেতে চল্যাই গেলাম পাডায় পাডায়

কৌন ছ্যাবালরা আসবেক লাই বইল্যা দিলে

হামোগো বাটিতে!

পোলাটার করোনা হৈচে পাড়ার মিনসে গুলো

কইয়্যা কইয়্যা কান ভারি করাইছে সব্বাইকে

আসবেক লাই! কিছুতেই আসবেক লাই!

কোবরাজ কে হাঁক দিলেম বাটিতে গিয়া

কোবরাজ ,ওওওও কোবরাজ শোন না মোর কথা

শুনবেক লাই,কৌন কথা বইল্যা দিলে!

কোবরাজ তোর পায় পডি,শোন মোর কথা

তাডিয়ে দিলে মোরে!


পাডায় ঐ উঠতি ন্যাতার বাটিতে গিয়া হাঁক দিই

ন্যাতা, ও ন্যাতা শোন না মোর কথা

সেও কইয়্যা দিলে শুনবেক লাই

পাডির কাজ জুরুর আছে।

হায়!কোন উপায় তো লাই!

পাশের পাডায় বসটি ন্যাতার বাটি যাই

যুবা ন্যাতা কইলা মোর, কি হৈছে তোর

ক মোরে।কইলাম......

বসটি ন্যাতা আইলা, কিন্তু হায়!

বস্তি বাড়ির আদিবাসী ঘরের সেই ছেলেটির

জ্বর এসেছিল,সে ঘুমিয়ে আছে।

ছেলেটির ঘুম ভাঙবে,আমাদেরও ।

কোন এক চৈত্র মাসের শেষে প্রথম দিনে।

হয়ত!


                                        🌹শেষের কবিতা 🌹

                                                 হিঙ্গলগঞ্জ।