আজ ১১:০৯:২০২০~~~~~~~~~~~কবিতাঃ " খামখেয়ালিপনা " ✍ প্রদীপ দে ~+++++++++++++++
সূর্য যখন মেঘের ঘরে সেঁধোয়তখন তুমি তোমার নেশায় আটকে থাকো খামখেয়ালিপনার পিরীতগুলোঠুঙ্কো কাঁচের চুড়ির মতহাত থেকে খসিয়ে ফেলো..আমি সূর্য …
আজ ১১:০৯:২০২০
~~~~~~~~~~~
কবিতাঃ
" খামখেয়ালিপনা "
✍ প্রদীপ দে ~
+++++++++++++++
সূর্য যখন মেঘের ঘরে সেঁধোয়
তখন তুমি তোমার নেশায় আটকে থাকো খামখেয়ালিপনার পিরীতগুলো
ঠুঙ্কো কাঁচের চুড়ির মত
হাত থেকে খসিয়ে ফেলো..
আমি সূর্য খুঁজে-খুঁজে হন্যে হই
তার রামধনু রঙ গায়ে মেখে নিই
মনেতে ঝড়ের মহালয়া শুরু হয়
আগমনী গান অনুভব করি
কতজনে কত কথা কয়
আমার কানে প্রবেশ করে না তা
আমি সেই গান শুনি
খানিকটা মরার থেকেও বাঁচার মতই
সবাইতো ভালভাবে মরতেই চায়
ভালোবেসে ,আমি কিন্তু সেখানেই ,
হ্যাঁ কেবলই সেখানেই বাঁচতে চাই,
ভালোবাসাহীন হয়ে, না মরে।
বাতাসের বেগ গোলাপের পাঁপড়িগুলোকে
উড়িয়ে আনে, যাদের গায়ে মাখানো থাকে
তোমার ফেলে দেওয়া
কাঁচের চুরির আঘাতের ক্ষত চিহ্ন
যা আমার বুকে ফেলে আসা
ক্ষুধার্ত সেতারের সুর হয়ে বাজে
চাঁদ যখন ওঠে, অরণ্য ভেদ করে
গভীর রাত তখন নদীতে স্নান সারে
জলজ অসুখ আমার হৃদয়ে চেপে বসে
মারণব্যাধি আমায় দেখে মুচকি হাসে
ভুল করে ফেলি আবার একবার,
এবার যে সত্যিই চলে যাওয়ার পালা
ভালোবেসে ফেলি আচমকা , হঠাৎ
ভুলে যাই সেই তোমার অবুঝ ছলাকলা,
খামখেয়ালিপনা আর চুড়ি ভেঙ্গে ফেলা!!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
© প্রদীপ দে ®™…