#সিরিয়াসলি#প্রদীপ্ত ব্যানার্জ্জী
সে অনেকদিন আগের কথাএকটা মেয়ে একটা ছেলেকে জিজ্ঞাসা করেছিলো,"তুই কাউকে ভালোবাসিস"ছেলেটা হতচকিত হয়ে বলেছিলো,"বাসি তো.... কতজনকে ভালোবাসি তার হিসেব নেই; মা, বাবা, দাদা, দিদি, বন্ধু-বান্…
#সিরিয়াসলি
#প্রদীপ্ত ব্যানার্জ্জী
সে অনেকদিন আগের কথা
একটা মেয়ে একটা ছেলেকে জিজ্ঞাসা করেছিলো,
"তুই কাউকে ভালোবাসিস"
ছেলেটা হতচকিত হয়ে বলেছিলো,
"বাসি তো.... কতজনকে ভালোবাসি তার হিসেব নেই;
মা, বাবা, দাদা, দিদি, বন্ধু-বান্ধব.....
আরও কতজন আছে...."
মেয়েটা বিরক্ত হয়ে বলেছিলো,
"তোর সবসময় ইয়ার্কি
কখনো কোনোকিছুই কি সিরিয়াসলি করিস না"
ছেলেটি মুচকি হেসে বললো,"একটা জিনিসই সিরিয়াসলি করি"
মেয়েটি এবার রেগে গিয়ে বললো,"কি সেটা, বলে আমায় ধন্য কর"
ছেলেটি গভীর চোখে তাকিয়ে বললো, "ভালোবাসি"
মেয়েটির হৃদয় কেঁপে উঠলো,
কপালে ঘাম জমলো,
ছলছলে চোখে জিজ্ঞাসা করলো,"কাকে""
ছেলেটি অন্যদিকে মুখ ফিরিয়ে
আড়চোখে মেয়েটিকে দেখে বললো,
"বুঝে নে.... খুঁজে নে"
অনেক অনেক বছর পার হয়ে গেছে তারপর,
ছেলেটি জীবনে তেমন কিছুই করতে পারে নি
ছেলেটি সমাজের চোখে সফল মানুষ হতে পারেনি
ছেলেটি প্রচুর অর্থ উপার্জন করতে পারেনি
ছেলেটি কাজ হারিয়ে বেকার হয়ে বসে থেকেছে
অনেক সময় স্ত্রী'র উপার্জনে বসে বসে খেয়েছে,
কিন্তু সবসময় হাসিমুখে থাকার চেষ্টা করেছে
কখনো পেরেছে... কখনো পারে নি
জীবনটাকে অনায়াসে উপভোগ করতে চেয়েছে
কখনো পেরেছে... কখনো পারেনি.....!
আর সেই মেয়েটা যখনই জিজ্ঞাসা করেছে,
"তুই সবকিছুতে এতো ক্যাজুয়াল কেন,
জীবনে কি কোনোদিন সিরিয়াসলি কিছুই করবি না!"
ছেলেটি আবার ঠোঁট চেপে হেসে বলেছে
"করি তো....সিরিয়াসলি ভালোবাসি"
মেয়েটি যখন কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করেছে,
"কাকে... কাকে... কাকে?!"
ছেলেটি ঠোঁটের বারান্দায়
ভোরের স্নিগ্ধ আলোর মতো হাসি ঝুলিয়ে বলেছে,
"বুঝে নে... খুঁজে নে "......
আজকে জীবনের শেষ প্রান্তে এসে
দুজনে মুখোমুখি বসে
ছেলেটি ফাজিল হাসি ঠোঁটে নিয়ে,
মেয়েটির দিকে অপলক তাকিয়ে আছে...
মেয়েটির ভেজা চোখে কপট রাগ!
অনুযোগ মাখানো স্বরে মেয়েটি বললো,
"জীবনে কি কোনোদিন একবারের জন্যও
সিরিয়াসলি কিছু করবি না?!!"
ছেলেটি বললো... "করেছি তো.....
সারাজীবন প্রতিদিন প্রতি মুহূর্তে
ভীষণ ভীষণ সিরিয়াসলি শুধু একটা কাজ করে গেছি"
মেয়েটি খুব খুব রেগে বললো, "কি কাজ করেছিস বল দেখি"
ছেলেটা জানলা দিয়ে মেঘলা আকাশের দিকে তাকিয়ে বললো,
"ভালোবেসেছি.... ভালোবেসেছি... ভালোবেসেছি"
মেয়েটার শরীর যেন পালকের মতো হালকা হয়ে গেলো
তার হৃদ্স্পন্দনে তখন সহস্র সমুদ্রের দাপাদাপি....
আবেগে জারিত কণ্ঠে প্রশ্ন করলো,
"কাকে...কাকে....কাকে??!!"
ছেলেটি আকাশ থেকে চোখ নামিয়ে
মেয়েটির দিকে বিভোর তাকালো,
তর্জনীর নরম ছোঁয়ায় মেয়েটিকে বাকরুদ্ধ করে বলে উঠলো,
"বুঝে নে.... খুঁজে নে!"
.................................©.......................... প্রদীপ্ত