Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#মমি...কলমে-#সত্যদেব পতি১৪-০৯-২০বিশ্বাসের কালরাত্রি বুঝিয়ে দেয় নিষ্ঠুর নিয়তির অদৃশ্য কশাঘাত-বর্ষা মুখর দিনে অল্পক্ষনের পরিচয়ে মনের নদীতে ভরা ভাদরের বান এসেছিল,হাজার জমায়েতের মাঝে তুমি ছিলে নীল আকাশে পূর্নিমার পূর্ণ শশী-আমার মনের …

 


#মমি...

কলমে-#সত্যদেব পতি

১৪-০৯-২০

বিশ্বাসের কালরাত্রি বুঝিয়ে দেয় নিষ্ঠুর নিয়তির অদৃশ্য কশাঘাত-

বর্ষা মুখর দিনে অল্পক্ষনের পরিচয়ে মনের নদীতে ভরা ভাদরের বান এসেছিল,

হাজার জমায়েতের মাঝে তুমি ছিলে নীল আকাশে পূর্নিমার পূর্ণ শশী-

আমার মনের আঙিনা জোছনাময় হয়েছিল তোমার রঙীন রোশনাইয়ে,

সেই দৃশ্য যেন নাটকের দৃশ‍্যান্তর।

চাওয়া পাওয়ার হিসেবে নিষিক্ত হোলো গরমিলের ডিম্বাণু,

 ভুলের গরম কড়াইয়ে উল্টেপাল্টে ভাজা হোলো সম্পর্ক-

জ্ঞানের খুন্তি দিয়ে কেউ যেন নাড়িয়ে দিলো বিশ্বাসের স্থিতিশীলতা;

চোখের ভাষায় ছিল তড়িতায়নের সাতটা রঙ,

সেদিন বুঝতে পারলাম তোমার ফুল 

বাগানের মালিক অন্য কেউ...

যেদিন বুঝেছি তখন সবকিছু শেষ!

এখন হয়তো কোনো কথা মনেও পড়েনা-

যা কিছু হারিয়ে ফেলেছো বিস্মৃতির  মলিন পাতায়;

কারন তুমি তো  কখনোই সেভাবে চাও নি-

সমস্ত চাওয়াগুলো আজ সাগর সলিলে, ভালোবাসার সলিল সমাধি হয়েছে তোমার নয়ন সাগরের লোনা জলে...

বিশ্বাসের অপমৃত্যু হয়েছে একটা ঘোর অমাবস‍্যার রাতে,

 চিতায় জ্বলছে তার অশরীরী আত্মা;

ভালোবাসা নিয়ে সুখে থাকা হয়তো রাবেন্দ্রিক!

 সুপ্ত ভালোবাসা থাকবে পাহাড়ি বুকের অন্ধকার অলিন্দে পিরামিডের #মমি হয়ে।