একা, একা কালবেলা ০৩/০৯/২০২০প্রবীর কুমার চৌধুরী
বিষাক্ত ভালোবাসায় জ্বলছে শতাব্দীর প্রেমাঙ্গন,জ্বলছে বহুভোগ্যা রাতের লাস্যময়ী রজনী।দক্ষিণের ঝুল বারান্দা ক্রমশই ঝুঁকছে আর ঝুঁকছে-আমার বিদায় পথের অন্তহীন গহীনে।
মা-হীন রবিবারের ডিনার টেব…
একা, একা কালবেলা ০৩/০৯/২০২০
প্রবীর কুমার চৌধুরী
বিষাক্ত ভালোবাসায় জ্বলছে শতাব্দীর প্রেমাঙ্গন,
জ্বলছে বহুভোগ্যা রাতের লাস্যময়ী রজনী।
দক্ষিণের ঝুল বারান্দা ক্রমশই ঝুঁকছে আর ঝুঁকছে-
আমার বিদায় পথের অন্তহীন গহীনে।
মা-হীন রবিবারের ডিনার টেবিল আস্বাদ শূন্য,
নেই আলু-পোস্ত, কাঁচালঙ্কা ফোরণ হীন ডালের নিয়ম রুটিং।
সকালে স্নেহের পরশ খুঁজি লুচি-হালুয়া হীন অনিচ্ছার গলাধঃকরণ,
চাইনিজ হাসে সারি-সারি ,আমি মার গজদন্ত হাসি মুখের সম্মুখীন।
কনফিডেন্স হারায় বিষন্নতায়,উত্তেজনাহীন নীলচে মুখ,
ঝুঁকে পড়ে রেলিং,শেষ বিকেলের রৌদ্র ছুঁতেই তৃপ্তির সুখ।
দেওয়ালে টাঙানো এখনো সরোদ ,বাবাহীন রবিবারে বসে না মজলিস,
অদৃশ্যে সমানে বেজে চলেছে বেহাগের মনখাড়াপী তান।
ঘুমভাঙ্গে মাঝরাতে কিছু কথোপকথন,
মেডিক্লেইমের প্রিমিয়াম পেড হয়ে গেছে?
ছুটে যাই ,রিসিডের কোনে এখনও মার চিরচেনা স্বাক্ষর,
ডেথ সার্টিফিকেটে দশ মাসের গর্ভ যন্ত্রনা ভুলে মা অতীত।
ভিডিও কনফারেন্সে খিলখিলিয়ে ওঠো তোমার আঁচল খসে পড়ে,
তোমার উপদেশে শুধু আমার ডিমের হলুদটুকুই বাদ।
তোমার সম্মোহন সমিতির অনেক মেম্বার,নিশীথে কথা বলে,
আমি নিঃসঙ্গ,আমার দুচোখে ঈর্ষার কালো কাজল জ্বলে।
সংরক্ষিত,
গড়িয়া,কলকাতা।