Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতাশিরোনাম - নিরুদ্দেশকলমে  - স্বপন চক্রবর্তীতারিখ-  ০২/০৯/২০২০
ইচ্ছে হলে যেদিন , চোখ বেঁধে নেয় আলো।লাল টিপ ঢেকে দেয়, পোয়াতি মেঘের সাজ।সময় কুড়োয় পাতা, রঙ ছবি এলোমেলো,তার ছুঁয়ে দেয় ছড়, সুর তোলে এস্র…

 


দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা

শিরোনাম - নিরুদ্দেশ

কলমে  - স্বপন চক্রবর্তী

তারিখ-  ০২/০৯/২০২০


ইচ্ছে হলে যেদিন , চোখ বেঁধে নেয় আলো।

লাল টিপ ঢেকে দেয়, পোয়াতি মেঘের সাজ।

সময় কুড়োয় পাতা, রঙ ছবি এলোমেলো,

তার ছুঁয়ে দেয় ছড়, সুর তোলে এস্রাজ।


পাখিরা এমন দিনে,ঠোঁটের গায়ে ঠোঁট,

একটা ছাতার নিচে, দুজনের আঁটাআঁটি।

বৃষ্টি ভেজার ছল, ইচ্ছেরা বাঁধে জোট,

হাতের মধ্যে হাত, প্রেম থাক পরিপাটি।


আয়না জানে, কোন মুখেরা আদোপে ছদ্মবেশী।

মেঘ উড়ে গেলে, খোঁজ নিয়ে দেখো সেও ভিনদেশি।


পাল্টালে দিন, পাল্টায় নখ নেলপালিশ,

কিছু ছিল কথা, কিছুটা মিথ্যে নালিশ।

অতীত জমাট বাঁধে, তবু নাছোড় মন,

এখনো সুর তোলে সেকেলে গ্রামাফোন।


ফোঁটায় ফোঁটায় রাত নামছে , বৃষ্টি অনর্গল,

বন্ধ কাঁচের আব্ছায়াতে, দুঃখ আঁকে জল।

কাল সকাল রোদ ঝলমল, নয়তো বৃষ্টিরেশ,

রৌদ্র মুছে ক্লান্ত ডানার,এটাই দিনের শেষ।


স্মৃতির কাঁধে রাখছি হাত, দিন কাটছে বেশ,

তোর শহর, তোর দ্বীপেই, আমি নিরুদ্দেশ।