বিভাগ : কবিতা শিরোনাম : তাই বোধহয় দীর্ঘশ্বাসের শব্দ দীর্ঘ নয়...স্থান : হাজারিবাগ- ঝাড়খন্ড তারিখ : ০২/০৯/২০২০=============////=======কলম সৃজনে : তাপস পাল ============////========ভুল করে…
বিভাগ : কবিতা
শিরোনাম : তাই বোধহয় দীর্ঘশ্বাসের শব্দ দীর্ঘ নয়...
স্থান : হাজারিবাগ- ঝাড়খন্ড
তারিখ : ০২/০৯/২০২০
=============////=======
কলম সৃজনে : তাপস পাল
============////========
ভুল করে ছুঁয়ে ফেলি তোমায় অনুভবের যাত্রা পথে...
অন্তহীন পৃথিবীর পথে ছোট্ট জিজ্ঞাসা চিহ্ন যদি সামনে আসে,
ভুল করে কি কখনো ভালোবাসা যায়, তাই বোধহয় দীর্ঘশ্বাসের শব্দ দীর্ঘ নয়...
গলিত লবনাক্তের ধারা আঙুলের স্পর্শে মুছে যায় সময়ের সাথে... ভালোবাসার ভেজা জলাঞ্জলি অনুচ্চারিত ঠোঁটের কোণে লুকিয়ে থাকতে চায়...
কে কাকে ভালোবাসি প্রাপ্তি অপ্রাপ্তির পাত্রে খুঁজি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সম্পর্ক হামাগুড়ি দেয় জীবিত মুহুর্ত পর্যন্ত...
তারপর অনাহূত অহঙ্কার মিশে যায় মাটির গন্ধ মেখে মাটির বুকে বট অশত্থের গুঁড়ির মতন...
অনিচ্ছাকৃত অনেক কথার সারি তখনও পাশাপাশি ভেজা পথে এগিয়ে চলেছে...
দুপাশে লেখা কান্নার কথা বিষাদ সুন্দর অভিব্যক্তির শব্দাক্ষরে প্রজ্জ্বল, হাতে হাত চোখের জলছবি ভাসে চোখেরই জলে,
তাতেই জলজ ঢেউ ছুঁয়ে যায় এপাড় ওপারের সবটুকু ভিজিয়ে...।