Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

আমিত্ব
একান্ত আপন আমিত্বের গর্বআমাতে জন্ম তার,প্রেম-হীন এক কয়েদখানায়অবসাদের শিকল পরে আজও আছে বন্দী হয়ে।
প্রথম আমি খরচ হলনামকরণের অল্হাদে। হিসাব ছাড়া আমিত্ব গেল-----স্কুল কলেজ আর উনিভার্সিটির চত্ত্বরে।প্রতিযোগিতা!লম্বা মাঠ-- আমিত্বে…

 


আমিত্ব


একান্ত আপন আমিত্বের গর্ব

আমাতে জন্ম তার,

প্রেম-হীন এক কয়েদখানায়

অবসাদের শিকল পরে আজও 

আছে বন্দী হয়ে।


প্রথম আমি খরচ হল

নামকরণের অল্হাদে।

 হিসাব ছাড়া আমিত্ব গেল-----

স্কুল কলেজ আর উনিভার্সিটির চত্ত্বরে।

প্রতিযোগিতা!

লম্বা মাঠ-- আমিত্বের বস্ত্রহরণ।


বসন্ত ঝড়, ফুলের রেণু হলুদ-মাখা শ্রী পঞ্চমী

ডালা ভরা প্রেম পরাগ ?

ফাগুন মাসের আগুন পলাশ

তোমায় দিলাম, আমার আমি।


সময় নিয়ে অংক কষে 

অবসাদের শিকল খুলে

ডাক দিয়েছি আমিত্ব কে 

ব্যাজার মুখে প্রশ্ন করে--–


এক-কনা আছে শুধু, দেবে কাকে বল দেখি?


                   সেনগুপ্ত কথামালা।