Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গিধনীতে করম পরব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

"হামার করম ভাইয়ের ধরম"
গত০২.০৯.২০২০বুধবার জাম্বনী ব্লকের গিধনীতে করম পরব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।এই করম পরব অনুষ্ঠান পাঁচ বছর ধরে চলে আসছে।  "জাম্বনী ব্লক করম পরব কমিটি" কুড়মি সমাজের উদ্দোগে।  উপস্থি…

 





"হামার করম ভাইয়ের ধরম"


গত০২.০৯.২০২০বুধবার জাম্বনী ব্লকের গিধনীতে করম পরব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

এই করম পরব অনুষ্ঠান পাঁচ বছর ধরে চলে আসছে।  "জাম্বনী ব্লক করম পরব কমিটি" কুড়মি সমাজের উদ্দোগে।  উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি হিসেবে কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাত ও কুড়মি ডেভেলপমেন্ট এন্ড কালচারাল বোর্ডের ভাইস চেয়ারম্যান রথীন্দ্রনাথ মাহাত সহ অনেক গুণীজন।"জাম্বনী করম পরব কমিটি"-র সভাপতি সুজিত মাহাত ও সম্পাদক বীরেন্দ্র নাথ মাহাত-র সুচারু তত্ত্বাবধানে আায়োজিত হয় এই উৎসব।



করম ডাল আনা থেকে শুরু করে স্থাপন এবং করম কাহিনী লায়া কর্তৃক পরিবেশনের মধ্যে দিয়ে করম পরবের সুচনা হয় ।কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাত  করম পরবের  তাৎপর্যপূর্ণ বক্তব্যের মধ্যে কৃষি সভ্যতার সূচনার কথা তুলে ধরেন, শুধু তাই নয় সমগ্র সমাজের কাছে এক অভূতপূর্ব বিজ্ঞান মনস্কতা যে করম পরবের মধ্যে লুকিয়ে  রয়েছে তা উপস্থাপনের মধ্যে দিয়ে তার বক্তৃতায় উঠে আাসে। একদিকে যেমন কৃষি অপর দিকে মানব জাতির সৃষ্টিগুণ সমৃদ্ধ করম পরবের মধ্যে খুঁজে পাওয়া যায়। আদিবাসীরাই প্রথম সবুজ উদ্ভিদকে রক্ষা করার কথা ভেবেছিলেন । তাই আদিবাসীরা চিরকালেরই প্রকৃতির উপাসক ।বক্তব্যের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ঝুমৈর গায়ক মলয় মাহাত, সমীর মাহাত ও ঝুমুর মাহাত, এছাড়াও পাঁতা নাচে অংশগ্রহণ গ্রহণ  করেন হাতিকাদুয়া,  আহারমুড়া,পড়শুলী,তুলসীবনি, কেন্দডাংরী বিভিন্ন পাঁতানাচের দল। সারা রাত্রি ধরে করম আখড়া নাচগানের মধ্যে মেতেছিল। 

    এই পরব সম্পর্কে জাম্বনী করম পরব কমিটির বিশিষ্ট কর্মী কৌশিক মাহাত জানান - এই উৎসব প্রতি বছরের মত জাঁকালো ভাবে এবছর আমরা এই মহামারী পরিস্থিতিতে করে উঠতে পারিনি। ইচ্ছা ছিল ষোল আনা কিন্তু সেই সাধ আমরা আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ণ ও নতুন উৎসাহে রঙে সাজিয়ে নেব এইটুকু আশা রাখি।

     অবশেষে সকালে করম ঠাকুরকে শাঁক নদীর পারে পৌঁছে পরবের সমাপ্তি ঘোষনা হয়।