#উৎকর্ষ
দীর্ঘ অদর্শন আমাকে মাতাল করে তোলে ; তুমি বললে মাতাল তো হতেই হবে, জীবন নুইয়ে পড়ছে কুষ্ঠ ভাবনায় ---জীবনের উৎকর্ষ কে চিনবো কীভাবে?বিস্ময় বিতর্কের অবকাশ আনো.না-ও সুরা, কুমারিত্ব পরীক্ষা দিয়ে আপন করো,জীবনে বদল আসুক... ঘামে ভ…
#উৎকর্ষ
দীর্ঘ অদর্শন আমাকে মাতাল করে তোলে ; তুমি বললে মাতাল তো হতেই হবে, জীবন নুইয়ে পড়ছে কুষ্ঠ ভাবনায় ---
জীবনের উৎকর্ষ কে চিনবো কীভাবে?
বিস্ময় বিতর্কের অবকাশ আনো.
না-ও সুরা, কুমারিত্ব পরীক্ষা দিয়ে আপন করো,
জীবনে বদল আসুক...
ঘামে ভেজা বসুন্ধরা হো'ক শস্যশ্যামলা।
আমি জেগে উঠি, আমি আরও মাতাল হয়ে উঠি
বাতাস এসে ঢেউ তুলে যায়..
পাখির গুঞ্জনে আমার মন উড়ে…
আমি পুঁজি ভাঙিয়ে প্রকৃতি খুঁজি
সবুজ গালিচায় নির্জনতায় আমি নির্লজ্জ হই
আকাশ, বাতাস, নদীর কাছে প্রশ্ন রাখি
ভাঙা চাঁদের কলঙ্ক আমাকে পথ দেখায়
গালিবের সুরায় ঠোঁট রেখে আমি দাসত্ব গ্রহণ করি--
কবিতার উৎকর্ষ আমার ডাকে সাড়া দেয়।
#শ্বেতা_ব্যানার্জী
১৮,৯,২০