বিভাগ--গদ্য কবিতাশিরোনাম ---দহনকলমে---শম্পা চট্টোপাধ্যায় ১৫/০৯/২০২০
আজও লেখা হয়নি জানো,সেই কবিতা যেখানে লুকোনো দিবারাত্রির দহন!লেখা হয়নি ক্লান্ত জীবনের ভ্রূণ থেকে জেগে ওঠা বিষণ্ণ কথা।খাদের গায়ে সুগভীর ঐ প্রচীরের-নিঃসঙ্গতার চাদরে…
বিভাগ--গদ্য কবিতা
শিরোনাম ---দহন
কলমে---শম্পা চট্টোপাধ্যায়
১৫/০৯/২০২০
আজও লেখা হয়নি জানো,
সেই কবিতা যেখানে লুকোনো দিবারাত্রির দহন!
লেখা হয়নি ক্লান্ত জীবনের ভ্রূণ থেকে জেগে ওঠা বিষণ্ণ কথা।
খাদের গায়ে সুগভীর ঐ প্রচীরের-
নিঃসঙ্গতার চাদরে আপাদমস্তক ঢাকা জীবনের অধরা অধ্যায়।
লেখা হয়নি আত্মাহুতির মানচিত্রে দরাজ দীর্ঘশ্বাস।
ক্লান্তির উত্তাপে ছন্দহীন কবিতা প্রতিশ্রুতির শব্দ বিপ্লব।
মেঘভাঙা আকাশ থেকে ঝরে পড়া নোনা স্নানধারা।
আজও হয়নি লেখা অশ্রুত আত্মকাহিনী,
নীড়ে ফিরতে চাওয়া পরিযায়ী পাখিদের গান।
বোনা হয়নি বাঁধভাঙা শব্দের পান্ডুলিপিতে-
নিবু নিবু শিখায় পরিশ্রান্ত কাঁটা বিছানো পথের কাহিনী।
ধোঁয়াটে আকাশ নির্জন মরুতে-
বিতর্কিত অধ্যায় অদৃশ্য প্রহর হাজারও প্রশ্নবাণ।
শতাব্দীর পর শতাব্দীর পথ হাঁটা নিঃসঙ্গতা।
ঝরে পড়া সবুজ বিবর্ণতা।
তোমাকে ছুঁয়ে থাকা আদুরে বেলাকাল,
ভালোবাসায় নিমগ্ন অলসতার বিকেল!
আজও মন ছোঁয়া বেলাশেষে বাউলের একতারা।