Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

গদ্য কবিতা--বলিদানের জয়----------------------------------------কলমে- দীপ্তি রায় তাং ০৮/০৯/২০
তোমার  সামনে যা কিছু আসে সব মানিয়ে নাও,তোমার শেষ শক্তিটুকু দিয়ে তুমি মানিয়ে নাও,তোমার ইচ্ছা,অনিচ্ছা যতোটা পারো চাপা দাও, হ্যাঁ, এবার তুমি…

 


গদ্য কবিতা--বলিদানের জয়

----------------------------------------

কলমে- দীপ্তি রায় 

তাং ০৮/০৯/২০


তোমার  সামনে যা কিছু আসে সব মানিয়ে নাও,

তোমার শেষ শক্তিটুকু দিয়ে তুমি মানিয়ে নাও,

তোমার ইচ্ছা,অনিচ্ছা যতোটা পারো চাপা দাও,

 হ্যাঁ, এবার তুমি হাসতে শেখো প্রাণ খুলে-  

তবে-তোমার দুঃখ-কষ্ট আর অশ্রু গোপন ক'রে।


তুমি পুতুল হতে পারলে ভীষণ ভালো,

নাচতে পারবে ওদের মনের মতো ক'রে,

তোমার আত্মসম্মান বিসর্জন দাও নিয়ন্ত্রকের হাতে,

তাহলে তুমি হয়ে উঠবে বাধ্য এক যন্ত্রের মতো,

যে যন্ত্র নিজের ইচ্ছে  মতো চালনা করা যায়।


প্রতিবাদ তুমি ভুলে যাও,ভুলে যাও গোপন কান্না,

নিজের সত্তা কে মেরে তুমি হাসতে  শেখো, 

'মন' নামক বস্তুুটিকে পুড়িয়ে তুমি ভালো থাকো,

তোমার ধৈর্য তোমার জীবন চলার নিয়ন্ত্রক,

তোমার বুকের কষ্টকে নিয়ন্ত্রণ করে ভালো থাকো,


আসলে তোমার বিদ্রোহের  দাবানলে ওদের ভয়,

তোমায় উদ্দামতা কে ধ্বংসের কাজে ওরা ব্যস্ত, 

তোমার দুর্দম ছোটার গতিতে ওরা লাগাম টানে,

সকল অভিযোগ তোমায় চাপিয়ে ওরা সুখে থাকে।


তোমার সত্যের আগুনকে নিয়ন্ত্রণে ব্যস্ত ওরা,

তোমার রক্তে আছে তীব্র প্রতিবাদে-সত্যের ভাষা,

তাই তোমায় অবদমিত করে ওরা নতুন সৃষ্টি খোঁজে,

তোমাকে ভর করে রণক্ষেত্রে যুদ্ধ জয়ের সপ্ন দেখে,

তোমার ধৈর্যের আত্মবলিদানে তোমার জয় হবেই।