Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাকবিতা  –  তপস্যাবিভাগ – গদ্য কবিতাকলমে  -  স্বপন গায়েনতারিখ  – ০৯/০৯/২০২০**************************মুনি ঋষিদের মত তপস্যায় বসেছে মানুষ সাধনায় মিলবে কি কাঙ্ক্ষিত সিদ্ধিলাভ - দারিদ্রটা বড্ড প্রকট ভাবে দেখা দিয়…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

কবিতা  –  তপস্যা

বিভাগ – গদ্য কবিতা

কলমে  -  স্বপন গায়েন

তারিখ  – ০৯/০৯/২০২০

**************************

মুনি ঋষিদের মত তপস্যায় বসেছে মানুষ

 সাধনায় মিলবে কি কাঙ্ক্ষিত সিদ্ধিলাভ -

 দারিদ্রটা বড্ড প্রকট ভাবে দেখা দিয়েছে

 ক্ষুধার্ত মানুষের বুকের পাঁজর স্পষ্ট দেখা যাচ্ছে।

পাখির ডানায় নেমে এসেছে অজানা মড়ক

 চোখগুলো ক্রমশ গর্তে ঢুকে যাচ্ছে ...

 অর্থাভাবে ভাল করে পারছে না দুমুঠো খেতে

 তপস্যা করে সিদ্ধিলাভ করবে ক্ষুধার্ত মানুষ?

জীবনের ক্যানভাসে রঙগুলো বিবর্ণ হয়ে যাচ্ছে

 ঝরাপাতার মত মানুষগুলো কেমন যেন শুকিয়ে কাঠ

 রাহু কেতু শনি সব্বাই মিলে পৃথিবীর মানুষকে গ্রাস করছে

 ভুখা পেটে আর কতদিন টানবে জীবনের বোঝা!

অভাবী মানুষের দ্বারা তপস্যা হবে না কখনও

 ভোর বাতাসে ভেসে আসছে অভুক্ত শিশুদের কান্নার শব্দ

 শিউলি ফুল ঝরে যায় নীরব অভিমানে –

 দিগন্তের সাদা কাশফুলে এখন আর শারদ সুবাস নেই।

*******