Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

বিদ্রোহী শিক্ষক        প্রদীপ সেন আগরতলা, ০৫/০৯/২০
লোকে বলাবলি করছে- এসেছে, ক্যালেন্ডারের সিঁড়ি বেয়ে বিশেষ দিনটি আবার এসেছে। আজ পাঁচই সেপ্টেম্বর - শিক্ষক-দিবস।  ক্যালেন্ডারের সেলুলারে বন্দি থাকা বিশেষ দিনটি  পাগড়িধারী মানুষটার মহানুভবতা…





বিদ্রোহী শিক্ষক
       প্রদীপ সেন
আগরতলা, ০৫/০৯/২০

লোকে বলাবলি করছে-
এসেছে, ক্যালেন্ডারের সিঁড়ি বেয়ে
বিশেষ দিনটি আবার এসেছে।
আজ পাঁচই সেপ্টেম্বর - শিক্ষক-দিবস। 
ক্যালেন্ডারের সেলুলারে বন্দি থাকা বিশেষ দিনটি 
পাগড়িধারী মানুষটার মহানুভবতায় 
বছরের এই তো একটা দিন প্যারলে মুক্তি পায়। 
সুচতুর ব্যাপারিদের লাভালাভের অঙ্গুলি নির্দেশে 
একদিনের শ্মশান বৈরাগ্যের উদ্বর্তের প্রসাদ
তাও আজ দিনে দিনে কেমন দুর্লভ, মহার্ঘ! 
ব্যাপারির দেওয়া দস্তক না পেলেও
পঞ্চাশ বছর ধরে শিক্ষকের তকমা বয়ে চলেছি।
অভিনয় দেখে দেখে আবেগাবিষ্ট হতে ভুলে গেছি, 
হাততালি, মিষ্টি ভাষণে-শাসনে অনেকেই গদগদ। 
অন্তরে জমাট ঘৃণা, মুখে মিথ্যে স্তোকের আশাবরী- 
যদি কিছু আনুকূল্য অনদৃশ্য আঁচলে এসে পড়ে! 
মেরুদন্ডদানকারীর মেরুদন্ডের কশেরুকা কেটে 
তাকে অর্ধমেরুদন্ডী করে জ্ঞান দান করে অজ্ঞানী। 
কে একজন বলে ওঠে, আজ তো তোমারও দিন। 
হাসলাম বড়ো কষ্টের হাসি, জীবনের প্রত্যেকটা দিন 
যার কাছে শিক্ষক-দিবস, তার কাছে পাঁচ ছয় এক। 
আমার কুর্নিশ আমার পেশাকে, আমার প্রণাম 
আমার চেয়ারকে, আমার প্রেম-ভালোবাসা 
আমার আত্মজ-আত্মজা ছাত্রছাত্রীদের।
আমি শিক্ষক ওদের দৌলতেই, ওদের নিয়ে আমার 
নিত্যদিনই শিক্ষকদিবস। আমাকে সবার দলে ফেল না 
আমি যে ব্যতিক্রম, দলছুট, নিজের শাসক-
আমি বিদ্রোহী শিক্ষক, ইতিহাস হতে নয়, 
ইতিহাস রেখে যেতে এসেছি, হয়তো অসময়ে ।