Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম প্রতিযোগিতা কবিতা  আমার শিক্ষক দিবস কলমে গৌরাঙ্গ দেবশর্মা05/09/20
(তাকেই আমার শিক্ষক দিবসের শুভেচ্ছা যে আমাকে আবেগি নয় বাস্তববাদী হতে শিখিয়েছে )🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵
তাকে বলে দিও , আমি শিখে গেছি বিচ্ছিন্নতায়কিভাবে হাসি …

 


দৈনিক সেরা কলম প্রতিযোগিতা 

কবিতা  আমার শিক্ষক দিবস 

কলমে গৌরাঙ্গ দেবশর্মা

05/09/20


(তাকেই আমার শিক্ষক দিবসের শুভেচ্ছা যে আমাকে আবেগি নয় বাস্তববাদী হতে শিখিয়েছে )

🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵


তাকে বলে দিও , আমি শিখে গেছি বিচ্ছিন্নতায়

কিভাবে হাসি দিয়ে ঘষে ঘষে মুছতে হয় কান্না 


কিভাবে পিচ্ছিল শিকড় বেয়ে নেমে যেতে যেতে 

অন্ধকার চিলেকোঠায় ধার করে নিতে হয় জ্যোৎস্না 


শিখে গেছি,  স্যঁতস্যাতে একলা বিকেলে কিভাবে 

নিভে আসা রোদে  সেঁকে নিতে হয় নিজেকে 


 কিভাবে নখ দিয়ে  খুঁটে খুঁটে তুলে দিতে হয়

 ঠোঁটে লেগে থাকা গল্পের শেষটুকু 


আমি জেনে গেছি খোলা-বাজারে ভরদুপুরে 

মেঘ-বৃষ্টির দর কষাকষি আর ..


কিভাবে ঘাস চিবিয়ে চিবিয়ে  বমি করে উগরে ফেলে দিতে হয় কবেকার আধপোড়া নিবিড়  কথোপকথন 


আমি বুঝে গেছি,  প্রেমিকরা গাছ হতে পারলেও  

গাছরা কখনো প্রেমিক হতে পারে না


কেননা গাছেরা রঙ মেখে নিতে শেখে নি কখনও 


🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

@gora আটা দিয়ে আর্ট 🙏শুভ শিক্ষক দিবস 🙏