❤ আমাদের গোধূলি ক্ষণ ❤
------------------ রত্না- -----------------
যদি একটা সন্ধ্যা দেখি অনুভবের দোলায় তুমি আমির বিগত সময়ের পরে মুখোমুখি বসেম্রিয়মাণ আলোর ব্যলকনি ছুঁয়ে কিছু যদি সময়ের স্পর্শ সুখ মাখি !
বিকেলের নরম মুহূর্তকে পার…
❤ আমাদের গোধূলি ক্ষণ ❤
------------------ রত্না- -----------------
যদি একটা সন্ধ্যা দেখি অনুভবের দোলায়
তুমি আমির বিগত সময়ের পরে মুখোমুখি বসে
ম্রিয়মাণ আলোর ব্যলকনি ছুঁয়ে কিছু
যদি সময়ের স্পর্শ সুখ মাখি !
বিকেলের নরম মুহূর্তকে পার করে গোধূলিকে
ছুঁয়ে যায় ধূসর দিগন্তের আবছা ছায়াতল ।
আঁধারের সীমানা ঘেঁষে পরিচিত রোদ্দুর হারায়
সন্ধ্যা দিগন্ত বিস্তৃত বুকের অন্তরালে ।
আকাশের গায়ে চাঁদের প্রফুল্লতা ও তারাদের
আলাপনের মুহূর্তরা প্রতিক্ষার দোরগোড়ায় ।
তুমি আমি সময়ের জলসাঘরে ফেলে আসা
কিছুটা ক্ষণ ব্যস্ততার কোলাহল পার হয়ে --
ডুবে যাওয়া সূর্যকে দেখা প্রশান্তির পথ বেয়ে ।
তুমি কি বৃষ্টি চেয়েছ এখন !
তোমার কাব্যধারা করেছে কি সেই আহ্বান!
দেখো ! কেমন রিমঝিম সুর ছুঁয়ে গেল
আমাদের গোধূলি ক্ষণে !
কাছে এসে ম্লান হেসে
ঠিক যেন ! তোমারই মতো ।
ডানা মেলা আকাশ ছোঁয়া প্রশান্তির খোঁজে
নির্জন নীরবতায় মনের আকাঙ্খায়
আমাদের গোধূলি ক্ষণ ।
----------------------- & ----------------------