দৈনিক কবিতা প্রতিযোগিতা#কবিতা(লাইনসংখ্যা-২৪)#আমি দ্রৌপদী-মহাভারতের ভাগ্যনিয়ন্ত্রা#দেবাশিস বসু#০৩/০৯/২০২০
বরফে মোড়া পাহাড়ী পথে ক্লান্ত অক্ষম আমি ভূপতিত কেউ তো পিছন ফিরে দেখলে না আমায়বাড়িয়ে দিলেনা শক্ত হাত-আশ্বাসেরআমি যে নারী-স্বর…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
#কবিতা(লাইনসংখ্যা-২৪)
#আমি দ্রৌপদী-মহাভারতের ভাগ্যনিয়ন্ত্রা
#দেবাশিস বসু
#০৩/০৯/২০২০
বরফে মোড়া পাহাড়ী পথে ক্লান্ত অক্ষম আমি ভূপতিত
কেউ তো পিছন ফিরে দেখলে না আমায়
বাড়িয়ে দিলেনা শক্ত হাত-আশ্বাসের
আমি যে নারী-স্বর্গে আমার নেই কোন অধিকার
বিধাতা,তুমিও পুরুষ-পুরুষের স্বার্থেই শাস্ত্রের বিচার
আমি পড়ে রইলাম-তোমাদের পদচিহ্নে
আদি অন্তহীন বরফের মাঝে-সত্যের শীতলতায়
চিরবঞ্চিতা,বহুধর্ষিতা-তবু করুণা ভিক্ষা করিনি রাজসভায়
নীতিশাস্ত্রকে প্রশ্ন করেছিলাম
'পরাজিত ক্রীতদাস পুরুষ কি অধিকারে নারীকে বাজি রাখে'
'এ কোন অসম জুয়া যেখানে
প্রতিপক্ষের স্ত্রী ভ্রাতারা হয়না বাজির পণ'জ্যেষ্ঠ, আমাকে রানী করেছো নিজে রাজা হবে বলে
কি ছিলো সেই নারীত্বের অধিকার
মৃত্যুভূমিতে- শৃগাল শকুনের রাজত্বে
শোকেসে পুতুলের মতো সাজিয়ে রেখেছো
মাতৃত্ব ডুকরে কেঁদেছে- জঠরে
শুধু শপথ নিয়েছিলাম যতদিন না দুরাত্মার রক্তে ধুইয়ে দেবে
আমার কেশদাম ততদিন আমি এলোকেশী
জ্যেষ্ঠ, আমাকে রানী করেছিলে নিজে রাজা হবে বলে
কি ছিলো সেই নারীত্বের অধিকার
মৃত্যুভূমিতে- শৃগাল শকুনের রাজত্বে
মাতৃত্ব ডুকরে কেঁদেছে- জঠরে
ইতিহাসের পাতা খুলে দেখো,আমিই তো সেই মানবী
যে প্রথম নারী স্বাধীনতা দাবী করেছিলো
ছিন্নজিহ্বা খনার মতো পরাজয় স্বীকার না করে যুদ্ধ করেছিল,
একাকী- সারাটা সমাজ ছিল তার শত্রু
শত্রু ছিল বিধাতাও-তবুও আমি এক অজেয় আস্পর্ধা
আমিই মহাভারতের ভাগ্যনিয়ন্ত্রা