Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

বিভাগ ~কবিতা শিরোনাম-নীলাঞ্জনার ঘরকলমে-বন্দনা পাত্র০৩|০৯|২০২০নীলাঞ্জনা, তোমার ঘরে কয়জনার বসবাস---?             তুমি কি এখন ঊনপঞ্চাশ?  তোমার ঘরের পাশে আরও কত ঘর  জ্যোৎস্না মেখে বাতাস খেলে ছাদের উপর---পাতার মর্মর ধ্বনি ফড়িং দোলা দু…

 


বিভাগ ~কবিতা 

শিরোনাম-নীলাঞ্জনার ঘর

কলমে-বন্দনা পাত্র

০৩|০৯|২০২০

নীলাঞ্জনা, তোমার ঘরে কয়জনার বসবাস---?

             তুমি কি এখন ঊনপঞ্চাশ? 

 তোমার ঘরের পাশে আরও কত ঘর 

 জ্যোৎস্না মেখে বাতাস খেলে ছাদের উপর---

পাতার মর্মর ধ্বনি ফড়িং দোলা দুর্বা ঘাস।


বহুদূরে নারকেল কুঞ্জের ধারে কাঁকুড়ে পথ 

ঘরে তুমি একা, আগুন নিয়ে খেলা অভ্যাস, 

ঐ দেখা যায় হ্যারিকেনের আলো রাত্রির সংকেত 

তোমার ঘরে সংযমী রাত বিবর্ণ অনভ্যাস, 

নিজেকে উজাড় করো মানুষ কাছে পেলে। 


নীলাঞ্জনা, তোমার ঘরে রাতের বাতি জ্বালা 

সুগন্ধি বাতাস, ঘরের বাইরে বাঁশিওয়ালা---,

চুলের বিনুনি বাঁধা আরও এক শরৎ 

নীলাঞ্জনা, ঘরের ছাদেও হিমেল মরুৎ, 

তোমার এখন হয়তো ঊনপঞ্চাশ! 


মায়াবী চাঁদ যৌবনের গন্ধ মেখে তোমার 

ঘরে প্রভঞ্জন তোলে যখন তুমি প্রমদা---,

জ্যোৎস্নায় মাখামাখি গাঢ় রজনী মুক্ত দ্বার 

শরতের শিশির সবুজ ঘাসে,ভোরের অন্নদা 

নবোদয় সূর্যের আলোয় দেয় রাশি রাশি ধান।