তাহলে কি সে এসে গেছে ? প্রদীপ সেন আগরতলা, ০৭/০৯/২০
চারদিকে এই যে মহা দুঃসময় আশাহীন আশার তালভাঙ্গা আশাবরী-আনন্দ আর আবেগের মাধবীলতা শুকিয়ে মরমর..স্বপ্নহারা বিশুষ্ক চোখের নড়বড়ে কপাট খুলে দেখি-সুনীল আকাশ জুড়ে প…
তাহলে কি সে এসে গেছে ?
প্রদীপ সেন
আগরতলা, ০৭/০৯/২০
চারদিকে এই যে মহা দুঃসময়
আশাহীন আশার তালভাঙ্গা আশাবরী-
আনন্দ আর আবেগের মাধবীলতা শুকিয়ে মরমর..
স্বপ্নহারা বিশুষ্ক চোখের নড়বড়ে কপাট খুলে দেখি-
সুনীল আকাশ জুড়ে পেঁজাতুলো ভাসে আর নাচে
তাহলে যা ভাবছি, তা-ই বুঝি ঠিক -
সে বুঝি রে এসে গেছে।
বাতাসের পরশও যেন অন্যরকম
কোথা থেকে নিয়ে আসে শিউলির ঘ্রাণ
ভোরের আঁচলে কারা শিশির ছিটায়
মনে হয় যা-হোক তা হোক
নদীতীরে গাছে গাছে কাশফুল নাচে
তাহলে যা ভাবছি, তা-ই বুঝি ঠিক -
সে কী তবে এসে গেছে?
বিলে আর সরোবরে বেড়ে গেছে হালচাল
এখানে ওখানে দেখি উঁকি মারে ফুলখুকি
নাল বেয়ে ভেসে ওঠে পদ্মের দল
বাদ্যকর গুণ টানে, কুমুর পাড়ায় জাগে মহা ব্যস্ততা
বারবনিতার উঠোন খুঁড়ে মাটিও এসে যাবে ।
তাহলে যা ভাবছি সেটাই তো ঠিক,
হোক মহা দুর্দিন, সে কিন্তু এসে গেছে।