Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

শিরোনাম :- প্রবাহকলমে :- লক্ষ্মী কান্ত দাস পুনর্মুদ্রণ :- ০৭.০৯.২০২০
অনন্ত প্রবাহমানতায় বুঝি কোনো পাপ পুন্য নাই, নেই কোনো অপরাধবোধ,নদী, আমি জানি না , তুমি নারী নাকি পুরুষ , নাহলে আবশ্যক , অনাবশ্যক তুমি ছুঁয়ে গেছ নারী পুরুষের দেহ ন…

 


শিরোনাম :- প্রবাহ

কলমে :- লক্ষ্মী কান্ত দাস 

পুনর্মুদ্রণ :- ০৭.০৯.২০২০


অনন্ত প্রবাহমানতায় বুঝি কোনো পাপ পুন্য নাই, 

নেই কোনো অপরাধবোধ,

নদী, আমি জানি না , 

তুমি নারী নাকি পুরুষ , 

নাহলে আবশ্যক , অনাবশ্যক তুমি ছুঁয়ে গেছ নারী পুরুষের দেহ না বলে।

 তুমি তো অধরা অন্তহীন আসল চরিত্রহীন , 

নির্বিকার চলো কলঙ্কহীন,

তুমি তো জীবনের বার্তাবহ, প্রাণের সঞ্চারক, 

সঞ্চালকও বটে, 

তাই কি এত অপরাধও পেয়ে যায় ক্ষমা? 

তাই কি কেউ যায়নি আদালতে 

কোন অভিযোগ নিয়ে ?

 -- তাই ভাবি আমার অবৈধ বাসনাদের প্রশ্রয়ে , 

আমি যদি নদী হই , 

তোমরাও করে দেবে ক্ষমা ।