"হৃদ কথন কাব্য"------------------খোলা চিঠি
মৃত্যুঞ্জয় সরকার 03/09/20------=======এ নিছক কল্পনার প্রেম কথা নয় অনমিত্র, মোস্তফা, আমার জীবন কথা এক। অনেক কষ্টে, জীবন ক্যানভাসে দিয়েছি প্রাণ, মর্মকথা।
বলি তবে, কথাটা লেখা ছিল …
"হৃদ কথন কাব্য"
------------------
খোলা চিঠি
মৃত্যুঞ্জয় সরকার
03/09/20
------=======
এ নিছক কল্পনার প্রেম কথা নয়
অনমিত্র, মোস্তফা,
আমার জীবন কথা এক।
অনেক কষ্টে, জীবন ক্যানভাসে
দিয়েছি প্রাণ, মর্মকথা।
বলি তবে,
কথাটা লেখা ছিল চিঠিতে এই ভাবে :
----------------------------------------------------
ওদেশ থেকে
তুমি পড়তে এসেছিলে
এদেশে।
তোমাকে দেখেছি রোজ
বিস্ময় ভরা চোখে
স্বপ্ন এসেছে অনেক
ঘুমে, জাগরণে।
তোমাতে মগ্ন হয়ে
দিন কেটে রাত এত
জেগে উঠতাম, প্রভাতী পাখির কলরবে
সূর্য মুখির ডাকে।
কথাটা মিথ্যে নয়
একদম নিটোল সত্য।
আমি গাঁয়ের ছেলে এক
মেঠো পথে আমার আনাগোনা,
দেখা হয়ে গেছে কতো
ক্ষেত, বিল,কুঁড়েঘর
মাছরাঙা, শালিক, চড়ুই
নদীচর, চড়ক, গাজন।
শহরে পড়তে এসে দেখেছি
সারিসারি অট্টালিকা, পাতালগাড়ি
কফিহাউসের আড্ডা,
দু প্রান্তের কতো বিচিত্রতা, দূরত্ব
মনের ফারাক।
সাহস করে একদিন কথা হলো
ফাতেমা, তোমার সাথে,
তার পর যা হয় সেই
ধিরে ধিরে গভীর বন্ধুত্ব।
মনে আছে নিশ্চয় তোমার ফাতেমা?
তোমারে স্নিগ্ধ নীলচোখে দেখেছি
দু দেশের মানবিক রূপ।
কতোই না খুনসুটি হয়েছে
আমাদের,
দুস্টুমি ভরা দাপাদাপি, হুল্লোড়
মাতাল হয়েছি কতবার,
তোমারে শরীর সুবাসে,
রোদ্রতাপে উত্তপ্ত দুটি হৃদয়
দীর্ঘশ্বাস প্রশস্তি এঁকে দিয়ে গেছে,
দেহের প্রতি ভাঁজে ভাঁজে।
ফাতেমা,
দিন গিয়ে বছর এসেছে
বারবার।
অথচ এত কিছুর পরেও
এখন দুই মেরুতে
দুজনাই।
জীবনের মানচিত্র গেছে এঁকে বেকে
দুজনেই হয়ে গেছি দুদেশের শত্রু আজ।
কিন্ত আমাদের,
সকাল, সন্ধ্যা, দূপুর, রাত্রি
সবি কি মিথ্যা !মরীচিকা?
শুধু মাত্র সীমারেখায় স্বপ্ন দ্বিখণ্ডিত!
ফাতেমা,
এখন আমার স্বদেশের ঘরে ঘরে
অশ্রু ঝড়ে অবিরত,
কেড়ে নিলো প্রাণ, অকারণে জঙ্গিরা
যুদ্ধ আমরাও চাইনা, তবু
প্রতিবাদী মহড়া চলে তোমার
আকাশে আকাশে।
জঙ্গির মৃত্যু একি অপরাধ?
তোমার মনও কি সায় দেইনি
এ প্রত্যাঘাতে?
স্বপ্নে দেখেছি, তোমার অভিমানী মূখ
তবু তুমি নির্ভিক।
কি অদ্ভুত দেখো
এইমাত্র, তোমার দেশ থেকে
উড়ে এলো একখন্ড সাদা মেঘ,
আমার দেশের মেঘের বুকে,
একাত্ম হয়ে গেল দুটি হৃদয়
শুরু হলো মেঘবালিকার সাথে মেঘবালকের
আবেগী প্রেমের সংলাপ,
ঝড়ে পড়ে প্রেম শুধা বৃষ্টি ধারা হয়ে
মুছে যায় রুক্ষতা, নির্মলতা আসে ফিরে।
আর কি অদ্ভুত ভাবে এতদিন পর
গর্জে উঠলো তোমার কলম,
স্বদেশের বিরুদ্ধে, সত্য প্রতিষ্ঠায়
মানবতার মূখ।
এসো, আমরা মূখোশ
খুলে ফেলি আজ,
ফাগুনের রঙে মেতে উঠি
বাশুরি বাজুক দিকে দিকে,
প্রেমের পতাকা হাতে ছুটে চলি..
এদেশ থেকে ও দেশে
সাম্যবাদী হয়ে।
--------------------------
মিথ্যা নয় অনমিত্র, মোস্তফা
অপর দেশটি ছিল পাকিস্তান।
বয়স হয়েছে আজ অনেক
বদলে গেছে সব একে একে
জানো,
চিঠিটা খামবন্দি ছিল কতকাল
জানিনা ফাতেমা আজ আছে কি নেই
খুলেই দিলাম আজ খাম।
----------------------------------------=====