Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

শিরোনাম- বিচার্যকলমে- শান্তনু দাসতারিখ- ১৫/০৯/২০২০ ইং-------------------------------------------------------------------এক আকাশ পরিতাপ-বোধ বুকে নিয়েদড়ি পরা মনটা ভার হয়ে আছে। অজান্তে চুইয়ে পড়া অশ্রু-রক্ত এখন ধারাপ্রবাহে ঘন তঞ্…

 


শিরোনাম- বিচার্য

কলমে- শান্তনু দাস

তারিখ- ১৫/০৯/২০২০ ইং

-------------------------------------------------------------------

এক আকাশ পরিতাপ-বোধ বুকে নিয়ে

দড়ি পরা মনটা ভার হয়ে আছে। 

অজান্তে চুইয়ে পড়া অশ্রু-রক্ত এখন ধারাপ্রবাহে ঘন তঞ্চিত। 

অনুভূতিরা অগ্নিপথের পরিব্রাজক। 

অভিশপ্ত মরুপ্রান্তরের ঘৃণার্হ অধ্যায়ে অস্তিত্বের স্মৃতিরা নিদারুণ লজ্জায় মুখ ঢাকে। 

অহম রাজের সীমানা পেরিয়ে এসেও শুনতে পাই, দাম্ভিক মসনদের অহংকার অট্টহাসি। 

চোখের পলকে ভেসে ওঠে ন্যাক্কার বেলেল্লাপনার কদর্য নগ্নচিত্র। 


একটু জোরে বয়ে যাও হে সময় বাতাস,, 

কালাবর্তনের দুরন্ত গতিতে মিশে ভুলে যাই ভুলের বিগ্রহে অর্পিত পবিত্র সংশ্রবের হৃদয় নিংড়ানো কুসুমাঞ্জলি। 

একটু হাসনুহানার গন্ধ ছিটাও,, 

কলুষিত সম্পর্কের গুমোট কারায় ওষ্ঠাগতপ্রাণ এবার বেপরোয়া শ্বাস নিক্। 

একটু নীলাম্বরী শামিয়ানার তল দাও,, 

কদাকার অনুরাগগুলি অনুতাপের আগুনে পুড়ে দুঃস্বপ্ন হয়ে উড়ে যাক্। 

একটু ভালোলাগার চর দাও,, 

যেখানে চিরতরে বেঢক ভুলচুকের অতীত গুঁজে রাখি। 


তারপর দাঁড়াবো একবার মন-জমিনের উন্মুক্ত তুলাদণ্ডের একপাল্লায় ঔদার্যের দেনাপাওনা নিয়ে। 

আহ্বান জানাবো বুকে হাত আর হাতে বিবেক নিয়ে অপর পাল্লায় ভোল বদলানো অস্তিত্বদের। 

জমা খরচের হিসেব খাতায় অমায়িকীর সাক্ষরগুলোই প্রমাণ দেবে প্রত্যয় অবমাননার। 

মেপে দেবে প্রয়োজনসিদ্ধির ওজন। 

ততক্ষণ থাক'না চেতনারা বিবেকমন্থনের কাঠগড়ায় বিচার্য........ 

-------------------------------------------------------------------