Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

সবটা বুঝে নিতে দাও
বন্ধ চোখের ওপারেস্বপ্নেরা ঘোরাফেরা করে,চোখ খুললেই, চরম বাস্তবনিঃসীম শূন্যতা হয়ে গ্রাস করে।এ পৃথিবীর কিছু মানুষের আমি প্রতিনিধি।আমিই একক—সবকিছু থাকবে আমার কুক্ষিগত।স্বপ্ন তো অনেক দেখি বন্ধ চোখের ওপারে;আর আমার খো…

 


সবটা বুঝে নিতে দাও


বন্ধ চোখের ওপারে

স্বপ্নেরা ঘোরাফেরা করে,

চোখ খুললেই, চরম বাস্তব

নিঃসীম শূন্যতা হয়ে গ্রাস করে।

এ পৃথিবীর কিছু মানুষের 

আমি প্রতিনিধি।

আমিই একক—

সবকিছু থাকবে আমার কুক্ষিগত।

স্বপ্ন তো অনেক দেখি বন্ধ চোখের ওপারে;

আর আমার খোলা চোখে

শুধুই হিংসা, দখলদারিত্বের দাবি,

মানুষের কিছুতেই নেই অধিকার।

আমিই বপন করি অমানবিকতার চারা ।

তারা কালে কালে

পরিণত হয় মহীরুহে,

মানুষের বেঁচে থাকার অধিকার

ছিনিয়ে নিতে চায় সবলে। 

দখলদারির অধিকার ছাড়তে

চায় না যে কেউ।

আমার ঘুমিয়ে পড়া দু'চোখে

স্বপ্নের আনাগোনা.....

বাইরে আসতে চায়

দাবি জানায়,

আমার আমিত্বকে ধ্বংস করার।

কোন এক অসহায়তা

জড়িয়ে ধরে পাকেপাকে।

আমাকে ব্রাত্য করে দেয়।

দারিদ্র‌্যের অহঙ্কার, "বড়ো ভুল কথা",

ক্ষুধার্ত মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা।

এই ভারতের ভেতরে যে

একটা অন্য ভারতের ছবি

খেটে খাওয়া সাধারণ মানুষের ছবি।

তারা কি তাদের অধিকার 

বুঝে নেবে না একদিন ?

ঠিক বুঝে নেবেই।


সংগীতা ইয়াসমিন

তমলুক ,02/09/2020