বিভাগ -কবিতা চোখের আলোয় মালা সেন দে ১১।৯।২০২০
তোমার সৌন্দর্য অপরিসীম , কত না ভাষা ওই আনত চোখ দুটিতে । ওই অতলান্তিকের গভীরে লুকিয়ে থাকে সীমার মাঝে অসীমের খোঁজ । স্রষ্টার অপূর্ব সৃষ্টি এই চোখ দুটি , জন্মলগ্নে দিলে উপহার , পরিচয় করিয়…
বিভাগ -কবিতা
চোখের আলোয়
মালা সেন দে
১১।৯।২০২০
তোমার সৌন্দর্য অপরিসীম ,
কত না ভাষা ওই আনত চোখ দুটিতে ।
ওই অতলান্তিকের গভীরে লুকিয়ে থাকে
সীমার মাঝে অসীমের খোঁজ ।
স্রষ্টার অপূর্ব সৃষ্টি এই চোখ দুটি ,
জন্মলগ্নে দিলে উপহার , পরিচয় করিয়েছে বিধাতা পুরুষ ।
এই মাটি আকাশ ফুল ফল যা কিছু সুন্দর ,
হঠাৎ আসা ঝড় , মেঘের ঘনঘটা হু হু করে আসা বুকের মাঝে রাখে ক্ষত ।
আঁধার পথে লক্ষ তারার আবেশ নিয়ে পথ চলি , জীবনানন্দের বনলতা , কি সুনীলের নীরাও না তুমি অসাধারণ হতে চাওনি কখনো ।
সাধারণ থেকেই দেখেছ গান্ধারীর হৃদয়ের যন্ত্রণা ,
চোখে না হেরি সখা রাধার ব্যাকুলতা সইতে না পারা ।
রানী পদ্মিনীর অপূর্ব আয়ত দৃষ্টির খোঁজে ধ্বংস হয়েছে সিংহাসন ,
কাঁচের টুকরো ভেসেছে নদীর জলে অহমিকার দম্ভে ।
তবুও উড়ে চলা একঝাঁক বুনো হাঁস ফেরে জলায় ,
আমি দেখি প্রতিনিয়ত এই পৃথিবীর রূপ , রঙ ,
আমার দৃষ্টি ছুটে বেড়ায় সবুজ মাঠ থেকে
বরফের মোড়া হিমালয়ের কোলে ঝর্ণাতলায় নির্জনে ।
সময়ের চাকায় গগনচুম্বি অট্টালিকার জঙ্গল ,
পলাশ জারুলের রঙ দেখে দুহাত বাড়াই ফাঁকা মাঠে ,
কত পরিচয়ের মেলবন্ধন জানা চেনা নিবিড়ভাবে ।
আমি এই চোখেই দেখি প্রকৃতির যা সুন্দর ও মহান ,
কবির গানে বলি "চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে "...॥