Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

শিরোনাম- অনাহুতকলমে- শান্তনু দাসতারিখ- ০৯/০৯/২০২০ ইং------------------------------------------------------------------সময় চকোরা ডাকে অবেলায় উঠি বীতরাগ-নিয়ন বাতিটা জ্বালে জোছনের অবসানে একা, ঘুম নেই আকাশটা ছুঁয়ে যায় খণ্ড ইহ বাগ-…

 


শিরোনাম- অনাহুত

কলমে- শান্তনু দাস

তারিখ- ০৯/০৯/২০২০ ইং

------------------------------------------------------------------

সময় চকোরা ডাকে অবেলায় উঠি বীতরাগ-

নিয়ন বাতিটা জ্বালে জোছনের অবসানে একা, 

ঘুম নেই আকাশটা ছুঁয়ে যায় খণ্ড ইহ বাগ-

হ্রসিত যোজনগন্ধা ফেরা পরাজিত পথে দেখা। 


বিয়োগী দীপন স্মৃতি জড়ো করে নিমগ্ন বলয়-

মথিত প্রহর আনে নির্বোধের ছেঁড়া ইতিকথা, 

চেতনার বালুচরে ছুঁড়ে দেয় আবেগী প্রলয়-

বিরাগী দ্যোতনা মানে অনায়াসে অবিচার প্রথা। 


অবোধ আধুত মন রয়ে যায় অপরাধী সেজে-

নিরাকার কালস্রোতে বয়ে যায় অবসাদ বুক, 

অদূর সীমায় উঠে অকারণ বিসর্জন বেজে-

ত্যাগের তাড়না সঁপে অনাহুত শ্লাঘা রেণু সুখ। 


বাহুল্যে মানানো দায় চোরাক্ষতে শতধা হৃদয়, 

গলিপথ খুঁজে চলি রাজপথে চলা আর নয়। 

-----------------------------------------------------------------